Estoppel – বাধা
Estoppel – বাধা Evidence Act-1872 Section: 31 কারো স্বীকারোক্তি কোন চূড়ান্ত প্রমাণ নয়, কিন্তু প্রতিবন্ধকতা (estoppel ) হতে পারে। প্রতিবন্ধকতা কি? কোন ব্যক্তি কোন কাজকে/ বিষয়কে স্বীকার করে নিলে পরে সে সেটি অস্বীকার করতে পারে না। ধরি, ক চুরির কথা স্বীকার করে নিয়েছে, সে পরে সেটি অস্বীকার করলে বাধা প্রাপ্ত হবে (তাকে অস্বীকার করতে দেওয়া হবে না/ গ্রহণ হবে না), এটিই Estoppel । অতএব, কাউকে কেবলমাত্র তার স্বীকারোক্তির কারণে দোষী বলে ধরে নেওয়া যাবে না অন্যান্য বিষয়ও প্রমাণ করতে হবে, তবে তার স্বীকারোক্তির কারণে সে সেসব বিষয় আর অস্বীকারও করতে পারবে না।