‘‘ভারতীয় আগ্রাসনের অন্তরলোক হারিয়ে যাওয়া হায়দরাবাদ’’
‘‘ভারতীয় আগ্রাসনের অন্তরলোক হারিয়ে যাওয়া হায়দরাবাদ’’: অত্যন্ত মর্মষ্পর্শী, ধৈর্য্য নিয়ে পড়ুন, অনেক কিছুই জানতে পারবেন, দেশের বর্তমান অবস্থার ধারণা পাবেন। ================================== চোখের পাপড়িগুলো পর্যন্ত বরফ-সাদা। আর অবিরল তুষারপাতের ভেতর দিয়ে টিউব রেলওয়ে হয়ে হেঁটে আমি এসেছি। পেঁজা তুলার মতো জমাট তুষার এখানে-ওখানে। গাছের পাতায়। ট্রাফিক সিগন্যালের মাথায়। ফুটপাথে। পুরো ওভারকোটে মোড়ানো আমার শরীর দেখে যে কারও মনে হতেই পারত, ‘এ মুভিং প্যাকেট অব গুডস।’ আমার সে অদ্ভুত অভিজ্ঞতা, স্তূপ স্তূপ বরফ আমার পায়ের নিচে বিছিয়ে রেখেছে রাজ্যের শুভ্রতা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের দাঁতের চেয়েও সে শুভ্রতা উজ্জ্বল, তবে একই রকম শীতল। আমার জুতার তলা দিয়ে ঠাণ্ডা ঢুকতে থাকে। অনুভব করি কনকনে বাতাস বরফাচ্ছন্নতাকে আরও উসকে দিয়ে কাঁপন ধরাতে এগিয়ে আসছে আমার রক্তে। সঙ্গী নাইমুল হক সেই সময় কড়া নাড়ে আকাক্সিক্ষত দরজায়। ১৯৯৫ সালের শীতে বিকেলের লন্ডন, দরজা খুলেই হাত বাড়ায়, ‘আহলান সাহলান, খোশ আমদিদ।’ ভদ্রলোকের মাথার চুলগুলো লন্ডনের বরফের চাইতেও সাদা। মুখভর্তি তার চেয়েও সাদা সুবিন্যস্ত দাড়ি। পরনের পোশাকে এখনও লেগে আ...