নাইট ফটোগ্রাফির কথকথা...
A....ফটোগ্রাফি এক ধরনের নেশা। অনেক আগে থকেই এ নেশায় আমি আক্রান্ত। কিন্তু এ নেশা কখনোই পেশা হিসেবে নেইনি। যার কারনে ফটোগ্রাফিতে প্রচুর আগ্রহ থাকা সত্ত্বেও আমার ভাল/দামী কোন ক্যামেরা নেই বা নেই কোন প্রাতিষ্ঠানিক ডিগ্রি। যখনই কোন ক্যামেরা হাতে পেয়েছি (তা সেটা ফিল্ম ক্যামেরাই হোক আর মোবাইল ক্যামেরা কিংবা ডিজিটাল ক্যামেরাই হোক) ফটো তুলেছি। যাহোক, ফটোগ্রাফিতে আমার আগ্রহের বিষয় হল নাইট ফটোগ্রাফি। কারন একজন ফটোগ্রাফার কতটা দক্ষ তার প্রমাণ পাওয়া যায় তার নাইট ফটোগ্রাফিতে। নাইট ফটোগ্রাফিতে ফটোগ্রাফারকে তার দক্ষতার মুনশিয়ানা দেখাতে হয়। কেননা হালের পয়েন্ট এন্ড শ্যুট ডিজিটাল ক্যামেরা দিয়ে দিনের বেলা অবজেক্টের দিকে তাক করে ধরে শাটার বাটন চেপেই যে কেউ সুন্দর সুন্দর ছবি তুলতে পারে এবং বন্ধু বান্ধবদের তাক লাগিয়ে দিতে পারে। কিন্তু রাতের বেলা বা কম আলোতে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এক্ষেত্রে ক্যামেরা ম্যানুয়ালি ম্যানিপুলেট না করলে অনেক দামী (প্রফেশনাল বা ডিএসএলআর) ক্যামেরা দিয়ে ছবি তুললেও ছবি ভাল আসে না। অথচ সামান্য অপশন পরিবর্তন করেই অনেক কম রেজুলুশন ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়েও চমৎক...