রাজনীতির সাপ-লুডুর খেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাজনীতির সাপ-লুডুর খেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মইয়ের বদলে বার বার সাপের মুখে পড়ছে। কারণ দলটি বার বার আদর্শ থেকে সরে এসে রাজনীতি করতে চেয়েছে। কিন্তু দলটির নেতারা রাজনীতিতে যে অগ্রহণযোগ্য, অযোগ্য তা তারা কখনো বুঝতে চাননি। কিছু সংখ্যক নেতারা অহংবোধ দলটিকে আজ কঠিন এক পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। দলের নেতাকর্মীরা পড়ে গেছেন সমাধানহীন এক সংকটে। এমন সব প্রতিক্রিয়া জানিয়ে নতুন বার্তা ডটকমের মেইলে একটি লেখা পাঠিয়েছেন জামায়াতের একজন রোকন (ক্যাডারভিত্তিক দলটির সর্বো্চ্চ ধাপ)। তিনি সম্পাদক বরাবর লিখেছেন “আমি সাংবাদিক তো নই, তাই হয়তো সব কথা গুছিয়ে লেখা হয়নি। তবে যা লেখা হয়েছে তা সংগঠনের মাঠকর্মীদেরই মনের কথা।প্রকাশ করলে বাধিত হবো।” তার লেখাটি এখানে তুলে ধরা হলো: বৃটিশ শাসিত ভারতে জামায়াতে ইসলামীর জন্ম ১৯৪১ সালের ২৬শে আগস্ট । শুরুতে সংগঠনটির নাম ছিল জামায়াতে ইসলামী হিন্দ। মাওলানা সাইয়েদ আবুল আলা মওদূদী দলটির প্রতিষ্ঠাতা। ১৯৫৯ এবং ’৬৪ সালে পাকিস্তানে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে দলটির রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। দলটি ১৯৭৬ সালে ইসলামী ডেমোক্রেটিক লীগ নামে...