Posts

Showing posts from December, 2015

সম্পত্তিতে উত্তরাধিকার ও হিন্দু নারী:

সম্পত্তিতে উত্তরাধিকার ও হিন্দু নারী: বাংলাদেশে হিন্দু নারীর বর্তমান সামাজিক-অর্থনৈতিক শোচনীয় অবস্থার কারণ ও প্রেক্ষাপট খুঁজতে হলে দেশে প্রচলিত উত্তরাধিকার আইন সম্পর্কে কিছুটা ধারণা থাকা জরুরী। যেহেতু বাংলাদেশে দায়ভাগা আইন প্রচলিত, তাই উত্তরাধিকার অংশটি দায়ভাগা আইনের অধীনে আলোচনা করা হলো : উত্তরাধিকারীদের শ্রেণীবিভাগ দায়ভাগা মতে, উত্তরাধিকারীদের প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা যায় : ১. সপিণ্ড ২. সকুল্য ৩. সমানোদক। সপিণ্ড তত্ত্ব : সপিণ্ড মতবাদ হিন্দু উত্তরাধিকার আইনের মূল ভিত্তি। হিন্দু আইনের প্রধান উৎস স্মৃতিশাস্ত্রে উল্লেখ আছে, যারা মৃত ব্যক্তির সপিণ্ড, তারা মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী হবে। এই ‘সপিণ্ড’ শব্দটির অর্থ নিয়ে পরবর্তীকালে মিতা রক্ষা মতবাদের ভাষ্যকার বিজনেশ্বর ও দায়ভাগা মতবাদের ভাষ্যকার জীমূতবাহনের মধ্যে মতপার্থক্য দেখা যায়। বিজনেশ্বরের মতে, ‘সপিণ্ড’ অর্থ যারা মৃত ব্যক্তির শরীর তথা রক্তের সঙ্গে সম্পর্কিত, তারাই মৃত ব্যক্তির ওয়ারিশ অথবা উত্তরাধিকারী হবেন। পক্ষান্তরে, জীমূতবাহনের মতে, সপিণ্ডের অর্থ মৃত ব্যক্তির শ্রাদ্ধে যারা শাস্ত্রমতে পিণ্ডদানের অধিকারী, তারাই ম...

বিভিন্ন ধরনের ফৌজদারী মামলা:

বিভিন্ন ধরনের ফৌজদারী মামলা: ফৌজদারী মামলাকে দু’ভাগে ভাগ করা হয়, একটি আমলযোগ্য মামলা, অন্যটি আমল অযোগ্য মামলা। আবার আমলযোগ্য মামলাকে দু’ভাগে ভাগ করা হয়, একটি জি আর বা পুলিশী মামলা অন্যটি সি আর বা নালিশী মামলা। ১) আমলযোগ্য মামলা: আইন মোতাবেক কিছু অপরাধ সংঘটিত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে। এসব ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নিয়ে আদালতে প্রতিবেদন দিয়ে থাকেন। এসব অপরাধে যে মামলা হয় তাই আমলযোগ্য মামলা। ফৌজদারী কার্যবিধির ৪(১) উপধারায় ক্লজ চ-এ আমলযোগ্য মামলা সম্পর্কে বলা হয়েছে। ২) আমল অযোগ্য মামলা: কিছু অপরাধ সংঘটিত হলে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না। অপরাধ সংঘটিত হলে পুলিশ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে প্রসিকিউশন রিপোর্ট বা নন-এফআইআর মামলা আদালতে দাখিল করে। এগুলো আমল অযোগ্য মামলা। এধরনের অপরাধের মামলা কোর্টের নন-জিআর রেজিস্টার ভুক্ত হয়ে পরিচালিত হয় হয় বলে এ মামলাকে নন-জিআর মামলা বলা হয়। ফৌজদারী কার্যবিধির ৪ (১) উপধারার ক্লজ ঢ-এ আমল অযোগ্য মামলা সম্পর্কে বলা হয়েছে। ক. নালিশী বা সিআর মামলা: ম্যা...