কখন দলিল সংশোধন করা যেতে পারে--

কখন দলিল সংশোধন করা যেতে পারে--
যখন প্রতারণার মাধ্যমে বা উভয় পক্ষের বা পক্ষগনের পারস্পরিক ভুলের কারণে কোন চুক্তি বা দলিল সত্যিকার ভাবে তাদের উদ্দেশ্য ব্যক্ত করে না। তখন যে কোন পক্ষ বা তাদের বৈধ প্রতিনিধি দলিল সংশোধন করে নেয়ার জন্য মামলা করতে পারে। এবং যদি আদালতে এটি সু-স্পষ্টভাবে প্রমান করা যায় যে, দলিল রেজিষ্ট্রী করার সময় প্রতারণা করা হয়েছে বা ভুল করা হয়েছে। এবং এর ফলে পক্ষগন ক্ষতিগ্রস্থ হচ্ছে তাহলে আদালত তার ক্ষমতা বলে যতদূর সংশোধন করা সম্ভব ততটুকু সংশোধন করতে পারেন। তবে আদালত এক্ষেত্রে দেখবেন যাতে তৃতীয় পক্ষের কোন ক্ষতি না হয়।

Comments

Popular posts from this blog

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **