Posts

Showing posts from February, 2013

বিয়ে নিয়ে যত কথা!

বিয়ে নিয়ে যত কথা!  পৃথিবীতে যত প্রাণী আছে, সেসবের মধ্যে একমাত্র মানুষ ছাড়া অন্য সবক্ষেত্রে পুরুষই সুন্দর। যেমন ধরুন, মোরগ-মুরগি, মোরগ সুন্দর। ষাঁড়-গাভি, ষাঁড় সুন্দর। সিংহ-সিংহী, সিংহ সুন্দর। ময়ুর-ময়ুরী, ময়ুর সুন্দর। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম। পুরুষের চেয়ে নারী সুন্দর। আবার দেখুন, ওইসব প্রাণীর ক্ষেত্রে, যেমন- সিংহ কেশর নেড়ে, মোরগ ঝুঁটি নেড়ে, ময়ুর পেখম মেলে, বা ষাঁড় গলকম্বল নেড়ে সঙ্গিনীকে আকর্ষণ করে। কিন্তু মানুষের ক্ষেত্রে পুরুষ কী দিয়ে আকর্ষণ করবে? নচিকেতা এর উত্তর দিয়েছেন এভাবে- “অ্যাই, তুমি চুপ করে ভাবো কার কথা? প্রেম?/আরে, মোটা মানিব্যাগ দেখে/ তোমাকে সাইডে রেখে/দৌড়োবে সোজা, সোজা দৌড়েোবে প্রেম।” ধরুন, আপনার ‘মোটা মানিব্যাগ’ হলো, বিয়েও করলেন। কিন্তু ঝামেলা কি শেষ হলো? আমাদের দেশীয় প্রবাদটির প্রসঙ্গেই আসা যাক- ‘যখন আছে দুই পাও, যেথা খুশি সেথা যাও যখন হবে চার পাও, ভাত-কাপড় দিয়া যাও যখন হবে ছয় পাও, বাবা তুমি কোথা যাও?’ আবার, এই দুই বন্ধুর কথোপকথন দেখুন: প্রথম বন্ধু: দোস্ত, মনটা ভীষণ খারাপ। দ্বিতীয় বন্ধু: কেন? প্রথম বন্ধু: বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। ...