আপনি জানেন কি?

  • দেশ-বিদেশের পার্কে অনেক সময়ই ঘোড়ায় চড়া বিভিন্ন বীরের মূর্তি বা ভাস্কর্য থাকে। পার্কের মূর্তির এই ঘোড়াটির যদি সামনে দুপা তোলা থাকে তাহলে বুঝতে হবে ব্যক্তিটি যুদ্ধ ক্ষেত্রে মারা গিয়েছেন, আর যদি একপা তোলা থাকে তাহলে বুঝতে হবে ব্যক্তিটি যুদ্ধে আহত হয়ে মারা গেছেন। আর কোন পা-ই যদি উপরে তোলা না-থাকে, ঘোড়াটি যদি চারপায়ে দাঁড়ানো থাকে তাহলে আরোহী বীরটির স্বাভাবিক মৃত্যু হয়েছিলো।
  • প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো। কারণ সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির কোনও সল্পতা ছিলো না।
  • তাস খেলার যে চারটি রাজা আছে তারা একেকজন ইতিহাসের বিখ্যাত সব রাজাদের স্মরণে তৈরি। স্পেড কিং ডেভিড, ক্লাবস আলেক্সজান্ডার দ্য গ্রেট, হার্ট চার্লিম্যাঞ্জ এবং ডায়মণ্ড জুলিয়াস সিজার।
  • ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম কলেজ ভেঙে দেওয়ার সময় কলেজের বিরাট গ্রন্থসংগ্রহটি নবগঠিত ক্যালকাটা পাবলিক লাইব্রেরিকে দিয়ে দেওয়া হয়। যা পরে ভারতের জাতীয় গ্রন্থাগারে পরিণত হয়।
  • কঠিন চীবর দান আসলে কঠিন পরিশ্রম করে বানানো ত্রি-চীবর নামক পোষাক বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বিতরণের একটি বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান।
  • মোনালিসার কোন চোখের পাতায় পাপড়ি এবং ভুরু নেই।
  • চোখ মানুষের একমাত্র অংঙ্গ যা জন্মের সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত একই রকম থাকে। বড় হয় না।
  • পেঁয়াজ কাটার সময় চুইন গাম খেলে চোখ দিয়ে পানি পড়ে না ।
  • স্যার আইজাক নিউটনের সময় অনেকে বিশ্বাস করত যে প্রিজম নতুন রঙের আলো সৃষ্টি করে।
  • আটলান্টিক মহাসাগরের ৮,৩৭০ মিটার গভীরে প্রাপ্ত অ্যাবিসোব্রোটুলা গ্যালাথি এখন পর্যন্ত সবচেয়ে গভীর জলের মাছ।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা