সম্পত্তিতে উত্তরাধিকার ও হিন্দু নারী:
সম্পত্তিতে উত্তরাধিকার ও হিন্দু নারী: বাংলাদেশে হিন্দু নারীর বর্তমান সামাজিক-অর্থনৈতিক শোচনীয় অবস্থার কারণ ও প্রেক্ষাপট খুঁজতে হলে দেশে প্রচলিত উত্তরাধিকার আইন সম্পর্কে কিছুটা ধারণা থাকা জরুরী। যেহেতু বাংলাদেশে দায়ভাগা আইন প্রচলিত, তাই উত্তরাধিকার অংশটি দায়ভাগা আইনের অধীনে আলোচনা করা হলো : উত্তরাধিকারীদের শ্রেণীবিভাগ দায়ভাগা মতে, উত্তরাধিকারীদের প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা যায় : ১. সপিণ্ড ২. সকুল্য ৩. সমানোদক। সপিণ্ড তত্ত্ব : সপিণ্ড মতবাদ হিন্দু উত্তরাধিকার আইনের মূল ভিত্তি। হিন্দু আইনের প্রধান উৎস স্মৃতিশাস্ত্রে উল্লেখ আছে, যারা মৃত ব্যক্তির সপিণ্ড, তারা মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী হবে। এই ‘সপিণ্ড’ শব্দটির অর্থ নিয়ে পরবর্তীকালে মিতা রক্ষা মতবাদের ভাষ্যকার বিজনেশ্বর ও দায়ভাগা মতবাদের ভাষ্যকার জীমূতবাহনের মধ্যে মতপার্থক্য দেখা যায়। বিজনেশ্বরের মতে, ‘সপিণ্ড’ অর্থ যারা মৃত ব্যক্তির শরীর তথা রক্তের সঙ্গে সম্পর্কিত, তারাই মৃত ব্যক্তির ওয়ারিশ অথবা উত্তরাধিকারী হবেন। পক্ষান্তরে, জীমূতবাহনের মতে, সপিণ্ডের অর্থ মৃত ব্যক্তির শ্রাদ্ধে যারা শাস্ত্রমতে পিণ্ডদানের অধিকারী, তারাই ম...