আগাম জামিন কিভাবে পেতে হয়?

আগাম জামিন কিভাবে
পেতে হয়?

উওর: আগাম জামিন পাওয়ার জন্য
আবেদনকারীকে আদালতের সামনে
প্রমাণ
করতে হবে যে, তিনি সরকারের
বিরাগভাজন হয়ে গ্রেপ্তারের
আশঙ্কা
করছেন। তাঁকে দেখাতে হবে যে,
রাষ্ট্রপক্ষ
অসৎ উদ্দেশ্যে তাঁকে গ্রেপ্তার করতে
চায়
এবং এতে করে তাঁর সুনাম এবং
স্বাধীনতায়
অপূরণীয় ক্ষতি হতে পারে। পিএলডি
১৯৮৩
সালের একটি মামলায় বলা হয়েছে,
পুলিশ
যে তাঁকে রাজনৈতিক
উদ্দেশ্যপ্রণোদিত
হয়ে গ্রেপ্তার করতে চাইছে,
আদালতের
সামনে তা প্রমাণ করতে হবে। ১৯৮৫
সালের
নথিভুক্ত একটি মামলায় আপিল
বিভাগের
পূর্ণ বেঞ্চের এক সিদ্ধান্তে বলা হয়,
কাউকে খাটো করার উদ্দেশ্যে
বিদ্বেষমূলক
মামলায় জড়ানোর আশঙ্কা থাকলে
একজন
ব্যক্তি আগাম জামিন পেতে পারেন।
তবে
আসামি যেন দেশ ত্যাগ করতে না
পারেন
এবং আদালতের নির্দেশমাত্র হাজির
হতে
পারে, আগাম জামিন মঞ্জুর করার
ক্ষেত্রে
সেদিকে সতর্ক থাকতে হবে।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা