বিড বা নিলাম-ডাক


বিড বা নিলাম-ডাক সাধারণত সেই
মূল্য যা যেকোনো নির্দিষ্ট সময়ে
যেকোনো ব্যক্তি সিকিউরিটি ক্রয়ের
জন্য প্রস্তুত থাকে, অপরপক্ষে আস্ক বা
জিজ্ঞাসা মূলত সেই নির্দিষ্ট
সিকিউরিটির নির্ধারিত মূল্য যা
বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে। এই দুই
মূল্যের মানগত পার্থক্যকেই আমরা বিড-
আস্ক স্প্রেড বলে থাকি। আপনি যদি
বিক্রেতা হয়ে থাকেন, তবে আপনি
সর্বনিম্ন মূল্য গ্রহণ করবেন, পক্ষান্তরে
আপনি যদি ক্রেতা হন, আপনি সর্বোচ্চ
মূল্য পরিশোধ করবেন।

বিনিয়োগকারীদের জন্য
সিকিউরিটি লেনদেনের সময় বিড-
আস্ক স্প্রেড বিবেচনা করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ কারণ এটি যেকোনো আর্থিক
যন্ত্র যেমন স্টক, বন্ড, বৈদেশিক মুদ্রা,
ইত্যাদি লেনদেনের সময়কার একটি
অপ্রকাশিত মূল্য।
যদিও এই স্প্রেড আপনাকে সঠিক স্টক,
প্রবেশ ও প্রস্থান মূল্য নির্বাচনে
সহায়তা না ও করতে পারে, এটি
নিঃসন্দেহে প্রচলিত ট্রেন্ড বা
প্রবণতা নির্ণয়ে আপনাকে সাহায্য
করতে সক্ষম হবে। উদাহরণস্বরূপ, আপনি
পর্যবেক্ষণ করতে পারেন এই স্প্রেড
ক্রেতা বা বিক্রেতার প্রতি ঝুঁকে
পড়ছে কিনা। আপনি যদি খেয়াল
করেন, সকলেই নির্ধারিত মূল্যেই ক্রয়
করছে, তবে ধারণা করা যায় কিছুটা
গতিবেগ সৃষ্টি হচ্ছে। যদি লক্ষ্য করা
যায় ক্রেতারা বিক্রেতার চাওয়া
মূল্য পরিশোধ করতে প্রস্তুত, তবে ধরে
নেওয়া যায় স্টকের গতিবিধি বৃদ্ধি
পাচ্ছে।
অপরপক্ষে, যদি স্টক বিড মূল্যে বিক্রয়
করা শুরু হয়, এর অর্থ গতিবিধি নিম্নে
যাচ্ছে। তবে, ক্রমে ক্রমে লেনদেনকৃত
সিকিউরিটি ক্রয় করার সময় এই স্প্রেড
বিবেচনা করা কিছুটা সময়ব্যয়কারী
হতে পারে, যেমন ক্ষুদ্র কোম্পানি স্টক,
বা ইটিএফ(এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড)।
সাধারণত, ক্রেতা খুঁজে পেতে ব্যর্থ
হতে হলে, বিড-আস্ক স্প্রেড মার্কেট
নির্মাণকারীকে ন্যায্য ক্ষতিপূরণ
দিয়ে থাকে।এক্ষেত্রে, যত বেশি
লোকসানের আশঙ্কা থাকে, মার্কেট
নির্মাণকারীর তত বেশিই ক্ষতিপূরণ
দাবি করার ক্ষমতা থাকে।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা