পুলিশ আইনের ৩৪ ধারার শর্তগুলো কিিক এবং পূর্বশর্ত কিকি?

পুলিশ আইনের ৩৪ ধারার শর্তগুলো
কিিক এবং পূর্বশর্ত কিকি?
উওরঃ
পুলিশ আইনের ৩৪ ধারার শর্তসমূহ
নিম্নরূপঃ
১। অনাবৃত জায়গায় গবাদিপশু জবাই
করা বা মৃত পশুর চামড়া ছাড়ান
কিংবা বেপরোয়া ভাবে ঘোড়া
ছুটানো বা অন্য কোন পশু তাড়না
করা।
২। নির্দয় বা নিষ্ঠুর ভাবে কোন
জীবজানোয়ারকে মারধর করা
কিংবা যন্ত্রনা দেয়া।
৩। জনসাধারণের বিপদ বা অসুবিধা
সৃষ্টি করে রাস্তায় অনাবশ্যকভাবে
গাড়ি ঘোড়া দাঁড় করে রাখা।
৪। খোলা বা উন্মুক্ত জায়গায়
বিক্রয়ের জন্য মালামাল ফেলে
রাখা।
৫। রাস্তায় আবর্জনা বা জঞ্জার
নিক্ষেপ করা।
৬। মাতাল বা বেসামাল অবস্থায়
রাস্তায় বেড়ান।
৭। রাস্তায় মলমূত্র ত্যাগ করা কিংবা
উলঙ্গ হইয়া বেড়ান অথবা শরীরের
বিকৃতি বা কুৎসিত ব্যাধি প্রদর্শন
করা।
৮। পুকুর, কূয়া কিংবা কোন বিপদজনক
জায়গা না ঘিরিয়া খোলা বা
অরক্ষিত অবস্থায় রাখা।
পুলিশ আইন ৩৪ ধারা
পিআরবি ৩১৬.২৫৪ বিধি।
পুলিশ আইনের ৩৪ ধারার পূর্বশর্ত
নিম্নরূপঃ
১। অপরাধটি কোন পৌর এলাকা বা
সরকার কর্তৃক ঘোিষত এলাকা হতে
হবে।
২। অপরাধটি জনসাধারণের অসুবিধা
বা বিরক্তি জনক হতে হবে।
৩। কর্তব্যরত অবস্থায় হতে হবে।
৪। পোষাক পরিহিত অবস্থায় হতে
হবে।
৫। অপরাধটি পুলিশ অফিসারের
সামনে হতে হবে।
পুলিশ আইন ৩৪ ধারা
পিআরবি ৩১৬, ২৫৪ বিধি।

Comments

Popular posts from this blog

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা