সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২’

সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২’ এর বিধান
মতে, যথাযথ এখতিয়ারসম্পন্ন আদালতে
কোন বৈধ স্বত্ব সম্পর্কে কোন মোকদ্দমা
চলাকালে বাদী বা বিবাদী
নালিশী সম্পত্তি কোনভাবেই
হস্তান্তর করতে পারবেন না। এই
নীতিকে ‘Lispendens’ বলা
হয়।‘Lispendens’ (A pending suit) অর্থাৎ
অমিমাংসিত মোকদ্দমা। ‘Pendente lite
nihil innovator’, মোকদ্দমা রুজু অবস্থায় নতুন
অবস্থা সৃষ্টি করা উচিৎ নয়।
সুপ্রতিষ্ঠিত কমন ল-এর ‘Lispendens’
নীতিটি ‘সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২’
এর ৫২ ধারায় বিধিবদ্ধ আইন হিসাবে
গৃহীত হয়েছে। এই নীতি অনুসারে,
মোকদ্দমার বিরোধীয় সম্পত্তি কোন
পক্ষ হস্তান্তর করলে মোকদ্দমার ফলাফল
দ্বারা অনুরুপ হস্তান্তর প্রভাবিত হবে।
হস্তান্তর দ্বারা মোকদ্দমার ফলাফল
প্রভাবিত হবে না।
প্রিভি কাউন্সিলের অভিমত,
মোকদ্দমা চলাকালে মোকদ্দমার
বিরোধীয় সম্পত্তি কোন পক্ষ হস্তান্তর
করিলে, হস্তান্তরগ্রহীতা উক্তরুপ
হস্তান্তরদাতার স্থলাভিষিক্তি হবেন।

Comments

Popular posts from this blog

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা