শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা

শোন এরেস্ট (Shown Arrest)
কাকে বলে ? ...........................................................
ফৌজদারী কার্যবিধির ধারা ৩৫১
অনুযায়ী, গ্রেফতার বা সমন ছাড়া
কোন আমল গ্রহণকারী আদালতে
উপস্থিত যে কোন ব্যক্তিকে আদালত
গ্রেফতার দেখাতে পারেন, যদি
সাক্ষ্য প্রমানে প্রতীয়মান হয় যে, উক্ত
ব্যক্তি আদালতে বিচারাধীন
অপরাধের সাথে সংশ্লিষ্ট বা এই
অপরাধটি সে সংঘটন করেছে। আদালত
তার বিরুদ্ধে এমন ভাবে ব্যবস্থা নিতে
পারবেন যেন সে
সমন পেয়ে বা গ্রেফতার হয়ে
আদালতে উপস্থিত হয়েছে। আদালতের
বিচার ব্যবস্থা উন্মুক্ত হওয়ায় অনেক সময়
প্রকৃত অপরাধী ও সন্দেহের বাইরে
থেকে আদালতে বিচার দেখতে আসে
বা সে এই মামলার বাদী অথবা
সাক্ষী ও হতে পারে। যদি তখন
আদালতে সাক্ষ্য প্রমানে বুঝা যায় যে
সেই প্রকৃত অপরাধী তাহলে আদালত
তাকে তাৎক্ষনিক গ্রেফতার দেখাতে
পারেন। এইরুপ গ্রেফতার দেখানো কে
Shown Arrest বলা হয় ।
ধারা ৩৫১/২ অনুযায়ী, বিচার শুরু হবার
পর এইরুপ আটক হলে উক্ত ব্যক্তি সম্পর্কিত
কার্যক্রম নতুন ভাবে আরম্ভ করতে হবে
এবং সাক্ষীদের বক্তব্য পুনরায় শুনতে হয় ।


শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো
যাবেনা
............................................................ শিশু
আইন ,২০১৩ এর ৪ ধারা অনুসারে
বিদ্যমান অন্য কোন আইনে যাই থাকুক
না কেন ১৮ বছরের নিচে সকল ব্যক্তি
শিশু হিসাবে গণ্য হয় ।উক্ত আইনের ৪৪ (১)
ধারা অনুসারে ৯ বছরের নিচের কোন
শিশুকে কোন অবস্থাতেই গ্রেপ্তার
করা বা
ক্ষেত্র মতে , আটক রাখা যাবেনা ।
আইনের ৪৪ (৩) ধারা অনুসারে কোন
শিশুকে
গ্রেপ্তার করা হলে তাকে কোন
অবস্থাতেই হাতকড়া বা কোমরে রশি
বা দড়ি লাগানো
যাবেনা । শিশুকে হাতকড়া পরানো
বা কোমরে রশি বা দড়ি লাগানো
বেআইনি ।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে