প্রতারণামুলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী- স্ত্রীরূপে সহবাস -

প্রতারণামুলকভাবে আইনানুগ বিবাহের
বিশ্বাসে প্ররোচিত করে স্বামী-
স্ত্রীরূপে সহবাস ------------------
++++++++++++++++++++++++++
দণ্ডবিধির ৪৯৩ ধারায় বলা হয়েছে,
কোনো ব্যক্তি যদি কোনো নারীকে
প্রতারণামূলক আইনসম্মত বিবাহিত বলে
বিশ্বাস সৃষ্টি করায়, কিন্তু আদৌ ওই
বিয়ে যদি আইনসম্মতভাবে না হয়ে
থাকে এবং ওই নারীর সঙ্গে যৌন-
সম্পর্ক স্থাপন করে,
তাহলে অপরাধী ১০ বছর পর্যন্ত
যেকোনো মেয়াদের সশ্রম বা
বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে।
প্রমান :
এই ধারায় অভিযোগ প্রতিষ্ঠিত করতে
হলে যেসব বিষয় প্রমান করা প্রয়োজন
সেগুলো হলো :
( ১) অভিযুক্ত ব্যক্তি কোন নারীর সাথে
যৌন সংগম করেছিলেন ।
(২) উক্ত ব্যক্তি তাহার সাথে
আইনানুগভাবে বিবাহিত ছিলোনা ।
(৩) উক্ত নারী সহবাসে সম্মতি
হয়েছিলেন এই বিশ্বাসে যে ,তিনি
উক্ত
ব্যক্তির সহিত আইনানুগভাবে
বিবাহিতা ।
(৪) তাহার উক্ত বিশ্বাস উদ্দীপ্ত
হয়েছিলো উক্ত ব্যক্তির প্রতারণায় ।
কারযোক্রম :
আমলযোগ্য নহে : ওয়ারেন্ট ঃ
জামিনযোগ্য নহে ।তবে বিচারকের
অনুমতি
সাপেক্ষে আপোষযোগ্য ।
কে কে বিচার করতে পারেন ঃ
দায়রা আদালত ,মুখ্য মহানগর
ম্যাজিসট্রেট , মুখ্য বিচারিক
ম্যাজিসট্রেট ,অতিরিক্ত মুখ্য
বিচারিক ম্যাজিসট্রেট,বা সরকার
কত্রিক ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর
ম্যাজিসট্রেট আদালত কত্রিক বিচার্য ।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা