চুরি ও ডাকাতি কি ?

চুরি ও ডাকাতি কি ?

# চুরি(Theft): দন্ডবিধি এর ৩৭৮  ধারা অনুযায়ী –
ক) সম্পত্তিটি অস্থাবর হবে
খ) তা অন্য ব্যক্তির দখলে ছিল
গ) উক্ত ব্যক্তির সম্মতি ব্যতিরেকে উক্ত সম্পত্তি স্থানান্তর করা হয়েছিল
ঘ) অভিযুক্ত ব্যক্তির উদ্দেশ্য ছিল উক্ত সম্পত্তি অসাধুভাবে গ্রহন করা।
শাস্তিঃ দন্ডবিধি এর ৩৭৯ অনুযায়ী চুরির শাস্তি নিম্নরূপ
ক) তিন বছর পর্যন্ত কারাদন্ড বা
খ) জরিমানা বা
গ) উভয় দন্ড
# ডাকাতি(Dacoity): ডাকাতি হল
ক) পাঁচ
বা ততোধিক ব্যক্তি কর্তৃক দস্যুতা করারজন্য উদ্যোগ নেওয়া বা
খ) দস্যুতায় উপস্থিতহওয়া বা উদ্যোগে সাহায্যকারী ব্যক্তিরসংখ্যা যদি পাঁচ বা ততোধিক হয়
শাস্তিঃ দন্ডবিধি ৩৯৫
অনুযায়ী শাস্তি নিম্নরূপ
ক) যাবজ্জীবন কারাদন্ড বা
খ) সশ্রম কারাদন্ড ১০ বছর পর্যন্ত এবং অর্থদন্ড

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা