পূর্বের মামলা যখন প্রাসঙ্গিক (Section 40-44)

পূর্বের মামলা যখন প্রাসঙ্গিক (Section 40-44)

Judgment-6509683XSmall-2[1]পূর্বের মামলা যখন প্রাসঙ্গিক: (সেকশন ৪০)
যখন কোর্টের সামনে প্রশ্ন আসে যে কোর্ট মামলাটির বিচারকার্য পরিচালনা করতে পারবে কিনা, তখন আগের মামলার রায়, আদেশ বা ডিক্রি প্রাসঙ্গিক হয়। অবশ্য সেক্ষেত্রে Res Judicata ও Res Sub Judice এর বিষয়গুলো মানতে হয়।
এই সেকশন এবং পরবর্তী তিনটি সেকশন ৪১,৪২,৪৩ এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
ইচ্ছাপত্র, অধিকারক্ষেত্র যখন প্রাসঙ্গিক: (সেকশন ৪১)
যখন কোন কোর্ট চূড়ান্ত ভাবে ১. ইচ্ছাপত্র ২. বৈবাহিক বিষয় ৩. নৌ-সেনাবিভাগ ৪. দেউলিয়াত্ব সম্পর্কে কোন রায় আদেশ বা ডিক্রি প্রদান করে এবং তা যদি কোন অধিকার অর্পণ করে বা তুলে নেয় তবে তা রিলেভেন্ট।
এই সেকশন তখনি প্রযোজ্য হবে যখন রায় টি Judgments in Rem হবে।
In Rem = যেটা সবসময় থাকে এবং সবার বিপক্ষে সে সুযোগ পাবার অধিকার থাকে, যেমন সম্মান পবার অধিকার। একজন মানুষের অন্য সকল মানুষের কাছ থেকে স্নান পাবার অধিকার রয়েছে।
In Personam = যেটা সব সময় থাকে না, যেমন কোন চুক্তি না হওয়া পর্যন্ত কোন চুক্তি ভিত্তিক অধিকার হয় না। A ও B দু জন বই ক্রয় করারা চুক্তি করল, এখন A বা B যদি চুক্তি অনুযায়ী তার দায়িত্ব পালন না করে তবে, সেই দায়িত্ব/সেবা সঠিক পাবার অধিকার A এর কাছ থেকে B এর বা B এর কাছ থেকে A র রয়েছে।
সেকশন ৪১ ছাড়াও যেসব জাজমেন্ট রিলেভেন্ট: (সেকশন ৪২)
সেকশন ৪১ ছাড়াও যেসব জাজমেন্ট রিলেভেন্ট হবে যে গুলো জনস্বার্থ সম্পর্কিত হবে।
ব্যাখ্যা:
‘ক’ ‘খ’এর বিরুদ্ধে মামলা করলো যে সে তার জমিতে অনাধিকার প্রবেশ করছে, কিন্তু ‘খ’ বলল যে যদিও এটা ‘ক’ এর জমি তবু রাস্তা ব্যবহার করা তার অধিকার।
ধরি, একই ধরনের মামলা আগে ‘ক’ ‘গ’ এর বিরুদ্ধে করেছিল এবং ‘গ’ সেখানে জয়ী হয়েছিল, এখন যেহেতু আগের মামলার বিচারে মামলাটি পাবলিক রাইট বা জনস্বার্থ হিসেবে প্রমাণিত হয়েছে, ক ও খ এর মামলায় তাই তা প্রাসঙ্গিক।
সেকশন ৪০, ৪১, ৪২ ছাড়াও যেসব জাজমেন্ট অন্য সেকশনের/এক্টের মাধ্যমে রিলেভেন্ট: (সেকশন ৪৩)
যদি কোন মামালার রায়, ডিক্রি, জাজমেন্ট সেকশন ৪০, ৪১, ৪২ ছাড়াও অন্য সেকশনের/এক্টের মাধ্যমে রিলেভেন্ট হয়।
ব্যাখ্যা:
d) ক ও খয়ের মধ্যকার মামলায় ক জয়ী হল এবং বিবাদের সম্পত্তির দখলে গেলে, এখন খ এর পুত্র রেগে ক’কে খুন করলো।
এখানে, সেকশন ৪০, ৪১, ৪২ এর মাধ্যমে বিষয়টি রিলেভেন্ট না হলেও অন্য সেকশনের/এক্টের মাধ্যমে রিলেভেন্ট।
যেসব রায় কোন করণে সঠিক নয় তা প্রদানযোগ্য। (সেকশন ৪৪)
যদি Evidence Act এর ৪০-৪৩ সেকশনের কারণে কোন ডিক্রি, রায়, আদেশ প্রাসঙ্গিক হয় এবং পক্ষ যদি প্রমাণ করতে পারে সেই পূর্ববর্তী রায় ১. যথাযথ আদালতের মাধ্যমে প্রদান করা হয়নি অথবা, ২. প্রবঞ্চনা বা ৩. ষড়যন্ত্রের মাধ্যমে প্রাপ্ত হয়েছে তবে সেই রায়কে অযোগ্য বলে প্রমাণ করতে পারে এবং তা আর গ্রহণ যোগ্য হবে না।

Comments

  1. এটি একটি কপি করা পোষ্ট যা www.lawhelpbd.com থেকে বিনা অনুমতিতে নেওয়া হয়েছে, আরো ভালো ভালো লেখার জন্য ভিজিট করুন http://www.lawhelpbd.com, বাংলায় সহযে আইন বুঝুন। Get Law Help in bangla
    ধন্যবাদ।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা