চরিত্র যখন প্রাসঙ্গিক (Section 52-55)
চরিত্র যখন প্রাসঙ্গিক (Section 52-55)
দেওয়ানী মামলায় দোষ প্রমাণের ক্ষেত্রে ব্যক্তির চরিত্র কেমন তা প্রাসঙ্গিক না (সেকশন ৫২), এটি একটি এক্সক্লুসন সেকশন।
ফৌজদারি মামলায় অভিযুক্তর ভালো চরিত্র প্রাসঙ্গিক, এ ক্ষেত্রে অভিযুক্তর মানসিক অবস্থা অথবাPresumption of innocence -সের
সুবিধার্থে ভালো চরিত্র প্রাসঙ্গিক (সেকশন ৫৩)
অভিযুক্তর খারাপ চরিত্র প্রাসঙ্গিক নয় কিন্তু যদি অভিযুক্ত তার ভালো চরিত্র আদালতে প্রমাণ করতে চায় তবে তা খণ্ডাতে অভিযুক্তর খারাপ চরিত্র প্রাসঙ্গিক হবে। (সেকশন ৫৪)
ব্যাখ্যা ২: খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে আগের দণ্ডাদেশ প্রাসঙ্গিক
কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণের (দেওয়ানী) মামলায় কোন ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক। (সেকশন ৫৫) এখানে চরিত্র বলতে খ্যাতি ও প্রকৃতি উভয়কেই বোঝায়।
যেমন: মানহানির মামলায় (টর্ট) কোন ব্যক্তির কিরূপ ক্ষতি হয়েছে তা বোঝার জন্য ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক।
যেমন: মানহানির মামলায় (টর্ট) কোন ব্যক্তির কিরূপ ক্ষতি হয়েছে তা বোঝার জন্য ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক।
Comments
Post a Comment