উত্তরাধিকার/ওয়ারিশসূত্রে নামজারী করার জন্য কি করতে হবে?
উত্তরাধিকার/ওয়ারিশসূত্রে নামজারী করার জন্য কি করতে হবে?
ক) নিম্নবর্ণিত কাগজপত্রসহ সকল ওয়ারিশকে সংশ্লিষ্ট উপ-পরিচালক (এষ্টেট) বরাবর আবেদন করতে হবে :
– মৃত্যু সনদপত্র (ঢাকা সিটি করপোরেশন/ রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক প্রদত্ত)।
– ওয়ারিশান সার্টিফিকেট (ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত)।
– সাক্সেশন সার্টিফিকেট (উপযুক্ত আদালত কর্তৃক প্রদত্ত)।
– নমুনা মোতাবেক ১৫০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে সকল ওয়ারিশের অঙ্গীকারনামা।
– সকল ওয়ারিশের পাসপোর্ট আকারের ছবি ১টি করে (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)।
– মৃত্যু সনদপত্র (ঢাকা সিটি করপোরেশন/ রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক প্রদত্ত)।
– ওয়ারিশান সার্টিফিকেট (ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত)।
– সাক্সেশন সার্টিফিকেট (উপযুক্ত আদালত কর্তৃক প্রদত্ত)।
– নমুনা মোতাবেক ১৫০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে সকল ওয়ারিশের অঙ্গীকারনামা।
– সকল ওয়ারিশের পাসপোর্ট আকারের ছবি ১টি করে (গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত)।
খ) পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে নামজারী ফিস জমা প্রদানের পত্র দেয়া হবে।
গ) নির্ধারিত হারে নামজারী ফিস জমাদানের পত্র পাওয়ার পর আবেদনকারী কর্তৃক তা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।
ঘ) নামজারী ফিস জমা প্রদানের রশিদ পাওয়ার ০৩ (তিন) দিনের মধ্যে নামজারী আদেশ প্রদান করা হবে।
এটি একটি কপি করা পোষ্ট যা www.lawhelpbd.com থেকে বিনা অনুমতিতে নেওয়া হয়েছে, আরো ভালো ভালো লেখার জন্য ভিজিট করুন http://www.lawhelpbd.com, বাংলায় সহযে আইন বুঝুন। Get Law Help in bangla
ReplyDeleteধন্যবাদ।