চার্জসীট ও অনুসন্ধান কাকে বলে

চার্জসীট ও অনুসন্ধান কাকে বলে
.............................................
কোন পুলিশ অফিসার একটি মামলা
তদন্ত শেষ করে ১) অভিযোগ সম্পর্কে
ফৌজদারী কার্যবিধির-১৭৩
ধারানুযায়ী যে রিপোর্ট প্রদান করেন
তাকে চার্জসীট বলা হয়। ফৌজদারী
কার্যবিধির-১৭৩ ধারা এবং
পিআরবি-২৭২
২) যখন কোন পুলিশ অফিসার কোন
ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশিত
পরোয়ানা নিয়ে কিংবা পরোয়ানা
ব্যতিত ফৌজদারী কার্যবিধির ১০২,
১০৩, ১৫৩, ১৬৫, ১৬৬ ধারানুযায়ী অথবা
অন্য কোন আইনের প্রদত্ত ক্ষমতাবলে
কোন চোরাইমাল, অপরাধজনক
মালামাল বা দলিল পত্রাদি উদ্ধার
বা অন্য কোন অপরাধ সংঘটনের রহস্য
উদঘাটনের জন্য যে তল্লাশী বা
পরিদর্শন করেন তখন তাকে অনুসন্ধান
বলা হয়।পিআরবি-২৮০। ফৌজদারী
কার্যবিধির ৪(ট) ধারা।

Comments

Popular posts from this blog

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা