নদীতে ভেঙ্গে যাওয়ার ও জেগে উঠা ভূমি সংক্রান্ত আইন

নদীতে ভেঙ্গে যাওয়ার ও জেগে উঠা ভূমি সংক্রান্ত আইন

সিকস্তি (Diluvion Lands) ডাইলভিয়ন ল্যান্ডস:
কোন ভূমি ভেঙ্গে নদী বা সাগর গর্বে বিলীন হয়ে গেলে ইহাকে সিকস্তি (Diluvion) বলে।
পয়স্তি ভূমি (Alluvion Lands-এলোভিয়ন ল্যান্ডস):
সাগর বা নদীতে কোন ভূমি জেগে উঠলে বা ভেঙ্গে যাওয়ার ভূমি পুনরায় জেগে উঠলে এরূপ ভূমিকে পয়স্তি বলে।
১৯৯৪ সনের ১৫ নং আইন বলে সাবেক ৮৬ ধারা সংশোধন করে তদস্থলে নিম্নরূপ সংশোধনি ৮৬ ধারা প্রতিস্থাপিত হয়েছে। ১৩ জুলাই ১৯৯৪ ইং তারিখে রাষ্ট্রপতি সম্মতি লাভ করে ইহা আইনে পরিণত হয়েছে।
স্টেট একুইজিসন এন্ডটেন্যান্সী এ্যাস্ট ১৯৫০ এর ৮৬ ধারা : সিকস্তি (Diluvion)মূলে খাজনা মওকুফ ও পয়স্তি (Alluvion)মুলে পুঃন জাগরিত ভূমির স্বত্ব/অধিকার (Right) নির্ণয় ।

Comments

Popular posts from this blog

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা