জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন,২০০৪

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন,২০০৪ [বাংলাদেশ]


বাংলাদেশ গেজেট
অতিরিক্ত সংখ্যা
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
মঙ্গলবারডিসেম্বর ,২০০৪
বাংলাদেশ জাতীয় সংসদ
ঢাকা,২৩ শে অগ্রহায়ণ,১৪১১  ডিসেম্বর,২০০৪
সংসদ কর্তৃক গৃহীত নিম্নলিখিত আইনটি ২৩ শে অগ্রহায়ণ,১৪১১  ডিসেম্বর,২০০৪ তারিখে রাষ্ট্রপতির সম্মতিলাভকরিয়াছে এবং এতদ্বারা এই আইনটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা যাইতেছে :-
২০০৪ সনের ২৯ নং আইন
জন্ম  মৃত্যু নিবন্ধন আইন সংশোধন  সংহতকরণকল্পে প্রণীত আইন
যেহেতু জন্ম  মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়ে প্রচলিত আইনের সংশোধন  সংহতকরণ সমীচীন  প্রয়োজনীয়;
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-

অধ্যায়-
প্রারম্ভিক
১। সংক্ষিপ্ত শিরোনাম  প্রবর্তন -
()
এই আইন জন্ম  মৃত্যু নিবন্ধন আইন,২০০৪ নামে অভিহিত হইবে 
()
সরকারসরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারাযেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন কার্যকর হইবে 
  সংজ্ঞা - বিষয় বা প্রসংগের পরিপন্থী না হইলে ,এই আইনে ---
()
'' অভিভাবক'' অর্থ The Guardians and Wards Act,1989 (Act VIII of 1980)  সংজ্ঞায়িত অভিভাবক;
()
'' ইউনিয়ন পরিষদ'' অর্থ The Local Government (Union Parishads) Ordinance,1983 (Ordinance No. LI of 1983) এর অধীন সংজ্ঞায়িত ইউনিয়ন পরিষদ;
()
ওয়ার্ডঅর্থ সিটি করপোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের কোনো ওয়ার্ড ;
()
"কমিশনারঅর্থ সিটি করপোরেশন বা পৌরসভার কোনো কমিশনার;
()
"ক্যান্টনম্যান্টঅর্থ Cantonments Act. 1924 (Act II of 1924) এর অধীন গঠিত কোন ক্যান্টনম্যান্ট;
 ()
"জন্ম বা মৃত্যু সনদঅর্থ এই আইনের অধীন জন্ম বা মৃত্যু নিবন্ধন বহিতে লিপিবদ্ধ তথ্যের নিবন্ধক কর্তৃক প্রত্যায়িতঅনুলিপি;
()
"জন্মঅর্থ কোনো ব্যক্তির জীবিত ভূমিষ্ট হওয়া;
()
"নির্ধারিতঅর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত;
()
"নিবন্ধকঅর্থ ধারা  এর অধীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি;
()
"নিবন্ধনঅর্থ নিবন্ধন বহিতে কোন ব্যক্তির জন্ম  মৃত্যু নিবন্ধন করা ;
()
"নিবন্ধন বহিঅর্থ কোন ব্যক্তির জন্ম  মৃত্যুর নিবন্ধন বহি;
()
"পৌরসভাঅর্থ Paurashava Ordinance,1977 ( Ord. No. XXVI of 1977) এর অধীন গঠিত কোনোপৌরসভা;
()
"প্রশাসকঅর্থ Paurashava Ordinance,1977 ( Ord. No. XXVI of 1977) এর অধীন কোনো প্রশাসক;
()
"ব্যক্তিঅর্থ কোন বাংলাদেশী অথবা বাংলাদেশে বসবাসকারী কোনো বিদেশী এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী কোনোশরণার্থী ;
()
"মৃত্যুঅর্থ কোনো ব্যক্তির জীবনাবসান হওয়া;
()
"সদস্যঅর্থ ইউনিয়ন পরিষদের কোনো সদস্য;
()
"সরকারঅর্থ স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন  সমবায় মন্ত্রণালয় ; এবং
()
"সিটি করপোরেশনঅর্থ ঢাকা, চট্টগ্রাম,খুলনা,রাজশাহী,বরিশাল  সিলেট সিটি করপোরেশন এবং কোনো আইনেরঅধীন সময়ে সময়ে গঠিত অন্য কোন সিটি করপোরেশন 
  আইনের প্রাধান্য - অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেনএই আইন কার্যকর হইবার পর এই আইনেরবিধান মোতাবেক কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন করিতে হইবে 
অধ্যায়-
নিবন্ধক  নিবন্ধন
  নিবন্ধক জন্ম  মৃত্যু নিবন্ধনের জন্য বর্ণিত ব্যক্তিগণ নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করিবেন,যথা :-
(সিটি করপোরেশন এলাকায় জন্ম গ্রহণকারী, মৃত্যুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রে সংশ্লিষ্টসিটি করপোরেশন মেয়র বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কমিশনার;
(পৌরসভা এলাকায় জন্ম গ্রহণকারী, মৃত্যুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভারচেয়ারম্যান বা প্রশাসক বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা বা কমিশনার;
(ইউনিয়ন পরিষদ এলাকায় জন্ম গ্রহণকারীমৃত্যুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রে সংশ্লিষ্টইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা সদস্য;
(ক্যান্টনমেন্ট এলাকায় জন্মগ্রহণকারীমৃত্যুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রে সংশ্লিষ্টক্যান্টনমেন্ট বোর্ডের প্রেসিডেন্ট বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা;
(বিদেশে জন্মগ্রহণকারী  মৃত্যুবরণকারী কোনো বাংলাদেশীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বা তত্কর্তৃকক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা 
  নিবন্ধন - (জাতি, ধর্মবর্ণগোষ্ঠীলিঙ্গ নির্বিশেষে নিবন্ধক সকল ব্যক্তির জন্ম  মৃত্যু নিবন্ধন বহিতে নিবন্ধনকরিবে 
(নির্দিষ্ট সময়  নির্ধারিত পদ্ধতিতে কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করিতেহইবে 
  (জন্ম  মৃত্যু নিবন্ধনের জন্য এই ধারার অধীন তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য প্রদানকারীর এই মর্মে একটি ঘোষণাথাকিবে যেউক্ত তথ্য সঠিক এবং জন্ম বা মৃত্যু ইতিপূর্বে নিবন্ধিত হয় নাই 
  নিবন্ধকের দায়িত্ব - নিবন্ধকের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবেযথাঃ-
()
সকল ব্যক্তির জন্ম  মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা;
()
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহএবং ফরমরেজিস্টার  সনদ ছাপানো অথবা সংগ্রহ;
 ()
নিবন্ধন সংক্রান্ত নথি পত্র বা নিবন্ধন বহি সংরক্ষণ করা;
()
 জন্ম  মৃত্যু সনদ সরবরাহ করাএবং
()
 বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো দায়িত্ব 
  নিবন্ধকের ক্ষমতা- () কোনো ব্যক্তির নিবন্ধন করার জন্য তথ্যের সত্যতার যাচাই এর প্রয়োজনে নিবন্ধক নিজেঅথবা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দ্বারা তদন্ত করিতে পারিবেন 
(নির্দিষ্ট সময়ের কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন করা না হইলে নিবন্ধক সংশ্লিষ্ট ব্যক্তির পিতা মাতা বা পুত্র বাকন্যা বা অভিভাবক অথবা নির্ধারিত কোনো ব্যক্তিকে জন্ম  মৃত্যুর তথ্য প্রদানের নির্দেশ সম্বলিত নোটিশ জারী করিতেপারিবেন   
(উপ-ধারা (এর অধীন তদন্তের স্বার্থে নিবন্ধক বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিবন্ধন বহি তলব করিতে এবংপ্রয়োজনে কোনো ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের নোটিশ দিতে পারিবেন 
  জন্ম  মৃত্যু তথ্য প্রদানের জন্য দায়ী ব্যক্তি - (শিশুর পিতা বা মাতা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি উক্তশিশুর জন্মের ৪৫ (পঁয়তাল্লিশদিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য বাধ্য থাকিবেন 
(মৃত ব্যক্তির পুত্র বা কন্যা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি মৃত্যুর ৩০ (ত্রিশদিনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্যনিবন্ধকের নিকট প্রদানের জন্য বাধ্য থাকিবেন 
  কতিপয় কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব - (নিম্নবর্ণিত ব্যক্তিগণ কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনের জন্যনিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করিতে পারিবেনযথাঃ-
()
ইউনিয়ন পরিষদের সদস্য, এবং সচিব;
()
গ্রাম পুলিশ;
()
সিটি করপোরেশন বা পৌরসভার কমিশনার;
()
ইউনিয়ন পরিষদপৌরসভা, সিটি করপোরেশন অথবা ক্যান্টনমেন্ট এলাকায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী  পরিবারকল্যাণ কর্মী;
()
স্বাস্থ্য  পরিবার কল্যাণ সেক্টরে নিয়োজিত বেসরকারী প্রতিষ্ঠানের (এনজিওমাঠকর্মী;
()
কোনো সরকারী বা বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক বা মাতৃসদন বা অন্য কোনো প্রতিষ্ঠানে জন্মগ্রহণ মৃত্যুবরণের ক্ষেত্রে উহার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার অথবা ডাক্তার বা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা;
()
কোনো গোরস্থান বা শ্মশান ঘাটের তত্ত্বাবধায়ক;
()
নিবন্ধক কর্তৃক নিয়োজিত অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী;
()
জেলখানায় জন্ম  মৃত্যুর ক্ষেত্রে জেল সুপার বা জেলার বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;
()
পরিত্যক্ত শিশু বা সাধারণ স্থানে (Public Placeপড়িয়া থাকা পরিচয়হীন মৃত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট থানারভারপ্রাপ্ত কর্মকর্তা; এবং
()
নির্ধারিত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান 
(কোনো ব্যক্তির জন্ম  মৃত্যু সংক্রান্ত তথ্য উপ-ধারা ( উল্লেখিত ব্যক্তির নিকট সরবরাহ করিলে তিনি নিজে উহানিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন অথবা তথ্য প্রদানকারী ব্যক্তিকে নিবন্ধনের পরামর্শসহ প্রয়োজনীয় সহায়তাপ্রদান করিবেন 
১০  শিশুর নাম নির্ধারণ - জন্ম নিবন্ধনের পূর্বে শিশুর নাম নির্ধারণ করিতে হইবে :
তবে শর্ত থাকে যে, কোনো শিশুর নাম নির্ধারণ করা না হইলে উক্ত শিশুর জন্ম নিবন্ধন করা যাইবে এবং সেইক্ষেত্রেনিবন্ধনের পরবর্তী ৪৫ (পঁয়তাল্লিশদিনের মধ্যে তাহার নাম সরবরাহ করিতে হইবে 
১১  জন্ম  মৃত্যু সনদ প্রদান - কোনো ব্যক্তির আবেদনক্রমে নিবন্ধক নির্ধারিত ফি  পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তির জন্মবা মৃত্যু সনদ প্রদান করিবেন 
১২  নিবন্ধন সংক্রান্ত তথ্য অনুসন্ধান - () কোনো ব্যক্তি নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন বহির যে কোনোতথ্যের বা উদ্বৃতাংশের জন্য নিবন্ধকের নিকট আবেদন করিতে পারিবেন :
তবে শর্ত থাকে যেউপ ধারা (এর অধীন প্রদত্ত উদ্বৃতাংশে মৃত্যুর কারণ অন্তর্ভূক্ত করা যাইবে না 
(উপ-ধারা (এর অধীন প্রদত্ত সকল তথ্য  উদ্বৃতাংশ নিবন্ধন কর্তৃক প্রত্যায়িত হইতে হইবে এবং উহা সাক্ষ্য হিসাবেগ্রহণযোগ্য হইবে 
১৩  বিলম্বিত নিবন্ধন - ধারা   উল্লিখিত নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম বা মৃত্যুর তথ্য নিবন্ধকের নিকট প্রেরণ করানা হইলে পরবর্তী সময় উহা নির্ধারিত সময়পদ্ধতি  ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন করা যাইবে :
তবে শর্ত থাকে যেএই আইন কার্যকর হইবার পূর্বে জীবিত  মৃত ব্যক্তির নিবন্ধনের ক্ষেত্রে এই আইন কার্যকর হইবার (দুইবত্সরের  মধ্যে ফি এর প্রয়োজন হইবে না 
অধ্যায়-
নিবন্ধন বহি সংরক্ষণসংশোধন  পরিদর্শন
১৪  রেকর্ড সংরক্ষণ  - () নিবন্ধক নির্ধারিত পদ্ধতি  ফরমে নিবন্ধন বহি সংরক্ষণ করিবেন এবং নিবন্ধন বহি স্থায়ীরেকর্ড হিসাবে গণ্য হইবে 
(নিবন্ধন বহি হারাইয়া গেলে বা বিনষ্ট হইলে নিবন্ধক উহার জন্য দায়ী থাকিবেন 
(নিবন্ধন বহি ছাড়া জন্ম বা মৃত্যু সংক্রান্ত তথ্য নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষণ করা যাইবে 
১৫  নিবন্ধন বহি সংশোধন  - (নিবন্ধন বহিতে কোন ভুল তথ্য লিপিবদ্ধ হইয়া থাকিলেউহা সংশোধনের জন্যনির্ধারিত ফিসহ আবেদন করা যাইবে 
(উপ-ধারা (এর অধীন আবেদন যথাযথ মনে করিলে নিবন্ধক নিবন্ধন বহি সংশোধন করিবেন এবং সংশোধিত স্থানেতারিখসহ স্বাক্ষর প্রদান করিবেন 
১৬  তত্ত্বাবধান  পরিদর্শন সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নিবন্ধকের কার্যালয়, নিবন্ধন বহি নিবন্ধন সংক্রান্ত সকল কার্যক্রম তত্ত্বাবধান  পরিদর্শন করিতে পারিবেন 
১৭  প্রতিবেদন - সরকার প্রয়োজনেনিবন্ধকের নিকট হইতে যে কোনো সময় নিবন্ধন সংক্রান্ত তথ্য বা উহারপ্রতিবেদন তলব করিতে পারিবে এবং নিবন্ধক উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবেন 
অধ্যায়-
বিবিধ
১৮  জন্ম  মৃত্যু সনদের সাক্ষ্য মূল্য - (কোনো ব্যক্তির বয়স জন্ম  মৃত্যু বৃত্তান্ত প্রমাণের ক্ষেত্রে কোনো অফিস বাআদালতে বা স্কুল-কলেজে বা সরকারি  বেসরকারি প্রতিষ্ঠানে এই আইনের অধীন প্রদত্ত জন্ম বা মৃত্যু সনদ সাক্ষ্য হিসাবেবিবেচ্য হইবে 
(নিবন্ধন সংক্রান্ত সকল নথিপত্র  নিবন্ধন বহি The Evidence Act, 1872 (Act 1 of 1872এর Public Document (সাধারণ দলিলযেই অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে Public Document (সাধারণ দলিলবলিয়া গণ্যহইবে 
(অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেননিম্নবর্ণিত বিষয়াদির ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য এই আইনের অধীনপ্রদত্ত জন্ম সনদ ব্যবহার করিতে হইবেযথাঃ-
()
পাসপোর্ট ইস্যু;
()
 বিবাহ নিবন্ধন;
()
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি;
()
সরকারিবেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দান;
()
ড্রাইভিং লাইসেন্স ইস্যু;
()
ভোটার তালিকা প্রণয়ন;
()
 জমি রেজিস্ট্রেশনএবং
()
বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে 
(উপ-ধারা ( যাহা কিছুই থাকুন না কেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান জন্ম সনদ ব্যতীত ভর্তি করিতে পারিবে এবং সেইক্ষেত্রে ভর্তির পরবর্তী ৪৫ (পঁয়তাল্লিশদিনের মধ্যে জন্ম সনদ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দাখিল করিতে হইবে 
(এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে অন্য কোনো আইনের অধীন কোনো জন্ম  মৃত্যুর সনদ উপ-ধারা (এরউদ্দেশ্যে পূরণকল্পে ব্যবহার করা যাইবে 
১৯  জনসেবক নিবন্ধক, the Penal Code (Act XLV of 1860এর section 21  public servant(জনসেবকঅভিব্যক্তিটি যেই অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে  public servant (জনসেবকবলিয়া গণ্য হইবে 
২০  আপীল - নিবন্ধকের কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আদেশের ৩০ (ত্রিশদিনের মধ্যে নিম্নবর্ণিত কর্তৃপক্ষেরনিকট আপীল করিতে পারিবেনযথা :-
()
 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির আদেশের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার;
()
পৌরসভার চেয়ারম্যান বা প্রশাসক বা ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কমিশনারের আদেশের বিরুদ্ধে জেলাম্যাজিস্ট্রেট;
()
ক্যান্টনমেন্ট বোর্ডের প্রেসিডেন্ট অথবা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট;
()
সিটি কর্পোরেশনের মেয়র অথবা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা কমিশনারের আদেশের বিরুদ্ধে জেলাম্যাজিস্ট্রেটএবং
()
রাষ্ট্রদূত বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার আদেশের বিরুদ্ধে সচিবস্থানীয় সরকার বিভাগ 
২১  দণ্ড - এই আইনের বিধান বা তদধীন প্রণীত বিধি লঙ্ঘনকারী নিবন্ধক বা কোনো ব্যক্তি অনধিক ৫০০.০০ (পাঁচশত)টাকা অর্থদন্ডে অথবা অনধিক দুই মাস বিনাশ্রম কারাদন্ডে অথবা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন 
২২  মামলা দায়ের - এই আইনের অধীন দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য সংক্ষুব্ধ ব্যক্তি অথবা নিবন্ধক ম্যাজিস্ট্রেট এরআদালতে মামলা দায়ের করিতে পারিবেন 
২৩  বিধি প্রণয়নের ক্ষমতা এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারাবিধি প্রণয়নকরিতে পারিবে 
২৪  রহিতকরণ  হেফাজত - () The Births and Deaths Registration Act, 1873 (Bengal Act IV of 1873)  এতদ্বারা রহিত করা হইল 
() The Births, Deaths and Marriages Registration Act, 1886(Bengal Act VI of 1886) এর জন্ম বা মৃত্যুনিবন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলী এতদ্বারা রহিত করা হইল 
(উপ-ধারা ( (এর অধীন রহিতকরণ সত্ত্বেওরহিত Act  বিধানাবলির অধীন কৃত সকল কাজকর্ম বা গৃহীতব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে 

Comments

Popular posts from this blog

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা