দেওয়ানী মামলার ধাপসমূহ

দেওয়ানী মামলার ধাপসমূহ
-------------------------------
• প্রতিটি দেওয়ানী মামলা শুরু হয় আরজি (Plaint) গ্রহণের মাধ্যমে। বাদীর নালিশের লিখিত বিবরণীকে আরজি বলা হয়। আরজিতে সকল তথ্য সঠিক না
জানালে বা নিয়মানুযায়ী উপস্থাপন না করলে আরজি গৃহীত নাও হতে পারে।
• সমন মামলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। সমনের ক্ষেত্রে কোন ধরণের অনিয়ম বা বিশৃঙ্খলা মামলার পরবর্তী ধাপগুলো অকার্যকর করতে পারে। মামলা যথাযথভাবে দায়ের হলে বিবাদীকে হাজির হয়ে বাদীর দাবির জবাব দেওয়ার জন্য সমন
দেওয়া হয়।
• সমনে উল্লেখিত দিনে বিবাদীকে আদালতে উপস্থিত হতে হয় ও জবাব দাখিল করতে হয়।
• প্রয়োজন হলে বিকল্প পদ্ধতিতে বিরোধের সমাধান করা যায়। যেমন- সমঝোতা, সালিস প্রভৃতি।
• বিকল্প পদ্ধতিতে সমাধান না হলে আদালত প্রথম শুনানির তারিখ দিবে।
• প্রথম শুনানির তারিখে যদি দেখা যায় বিরোধের বিষয় নেই তবে তা নিষ্পত্তি করা যাবে।
• মামলার বিচার্য বিষয়গুলো গঠনের পর আদালত চূড়ান্ত শুনানির তারিখ দিবে। বিরোধের বিচার্য বিষয়গুলো নির্ধারণের জন্য প্রশ্নোত্তর, সাক্ষ্য হিসেবে দলিল গ্রহণ, তদন্ত প্রভৃতি করা হবে।
• জেরা করা, সাক্ষ্য, পুনঃসাক্ষ্য,যুক্তিতর্ক প্রভৃতি চূড়ান্ত শুনানির অন্তর্ভুক্ত। চূড়ান্ত শুনানির পর বিচারক তৎক্ষণাৎ বা পরবর্তী যেকোন দিনে রায় ঘোষণা করবেন।
• রায় কার্যকর করার জন্য ৭ দিনের মধ্যে ডিক্রি প্রদান করা হয়।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা