অপরাধ বলতে কি বুঝ? দন্ডবিধি আইনের কোন কোন ধারায় অপরাধের চেষ্টা করাও দন্ডনিয়?

অপরাধ বলতে কি বুঝ? দন্ডবিধি আইনের
কোন কোন ধারায়
অপরাধের চেষ্টা করাও দন্ডনিয়?
_____________________________________________
________
১ ] সাধারনত অপরাধ বলতে প্রচলিত
রীতি নীতির পরিপন্থী কাজ করা হল
অপরাধ।ফৌজদারি কার্যবিধি আইনের
৪(ণ) ধারা বর্ননানুযায়ী কোন কাজ
করলে কিংবা না করলে আইনে
শাস্তিরর বিধান রয়েছে তাকে
অপরাধ বলে।
২ ] দন্ডবিধি আইনের ৪০ ধারা এবং
ফৌজদারী কার্যবিধি আইনের ৪(ণ)
ধারা দন্ডবিধি আইনের যে সকল
ধারায় অপরাধ করার চেষ্টা করাও
দন্ডনিয়
সে গুলো লিপিবদ্ধ করা হল :
( ১) দন্ডবিধি আইনের ১২১ ধারা
মোতাবেক বাংলাদেশ সরকারের
বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করা দন্ডনিয়।
( ২) দন্ডবিধি আইনের ১২৪ ধারা
অনুযায়ী বাংলাদেশ সরকার আইন সঙ্গত
ভাবে ক্ষমতা প্রয়োগ করা থেকে
নিবৃতি করার চেষ্টা করা দন্ডনিয়।
( ৩ )দন্ডবিধি আইনের ১২৫ ধারা
বর্ননানুযায়ী বাংলাদেশের সাথে
মৈত্রী সূত্রে আবদ্ধ এশিয় শক্তির
বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করা দন্ডনিয়।
( ৪ ) দন্ডবিধি আইনের ১৩০ ধারা
বর্ননানুযায়ী রাজবন্দী কে ছাড়ানোর
চেষ্টা করা দন্ডনিয়।
( ৫ ) দন্ডবিধি আইনের ১৬১ ধারা
বর্ননানুযায়ী কোন সরকারি কর্মচারী
কে তার কার্য সম্পর্কে অবৈধ ভাবে
আনুতোষিক গ্রহণ করার চেষ্টা করা
দন্ডনিয় ।
( ৬ ) দন্ডবিধি আইনের ১৬২ ধারা
বর্ননানুযায়ী কোন সরকারি কর্মচারী
কে প্রভাবিত করার জন্য অবৈধ
আনুতোষিক গ্রহণেরচেষ্টা করা
দন্ডনিয়।
( ৭ ) দন্ডবিধি আইনের ১৬৩ ধারা
বর্ননানুযায়ী কোনসরকারি কর্মচারী
কে ব্যাক্তিগত ভাবে প্রভাব প্রয়োগ
করার জন্য আনুতোষিক গ্রহণ করার চেষ্টা
দন্ডনিয়।
( ৮ ) দন্ডবিধি আইনের ১৯৬ ধারা
বর্ননানুযায়ী মিথ্যা স্বাক্ষ্য জেনে
সত্য বলে ব্যবহার করার চেষ্টা দন্ডনিয়।
( ৯) দন্ডবিধি আইনের ১৯৮ ধারা
বর্ননানুযায়ী মিথ্যা সার্টিফিকেট
সত্য বলে ব্যবহার করা দদন্ডনিয়।
( ১০)দন্ডবিধি আইনের ২০০ ধারা
বর্ননানুযায়ী কোন ঘোষনা মিথ্যা
বলে জেনে সত্য বলে ব্যবহার করার
চেষ্টা করা দন্ডনিয়।
( ১১ ) দন্ডবিধি আইনের ২১৩ ধারা
বর্ননানুযায়ী কোন অপরাধী কে
ছাড়ানোর জন্য কোন উপহার গ্রহন করার
চেষ্টা করা দন্ডনিয়।
( ১২ ) দন্ডবিধি আইনের ২৩৯ ও ২৪০ ধারা
বর্ননানুযায়ী জাল মুদ্রা গ্রহণের জন্য
কাউকে প্রলুব্ধ করার চেষ্টা করা
দন্ডনিয়।
( ১৩ ) দন্ডবিধি আইনের ২৪১ ধারা
বর্ননানুযায়ী গ্রহন কারীর
অজ্ঞাতনুসারে জাল মুদ্রা প্রদান করার
চেষ্টা করা দন্ডনিয়।
( ১৪ ) দন্ডবিধি আইনের ৩০৭ ধারা
খুনকরার চেষ্টা করা দন্ডনিয়। ( ১৫ )
দন্ডবিধি আইনের ৩০৮ নরহত্যার চেষ্টা
করা দন্ডনিয়।
( ১৬ ) দন্ডবিধি আইনের ৩০৯ আত্মহত্যার
চেষ্টা কররা দন্ডনিয়।
( ১৭ ) দন্ডবিধি আইনের ৩৮৫,৩৮৭ও৩৮৯
ধারা বর্ননানুযায়ী ভীতি প্রদর্শনের
মাধ্যমে আঘাত, কিংবা অপরাধে
অভিযুক্ত করার ভীতি প্রদর্শনের
মাধ্যমে সম্পদ গ্রহনের চেষ্টা দন্ডনিয়।
( ১৮ ) দন্ডবিধি আইনের ৩৯১ ধারা
মোতাবেক ডাকাতির চেষ্টা করা
দন্ডনিয়।
( ১৯ ) দন্ডবিধি আইনের ৩৯৩ ৩৯৮ ধারা
মোতাবেক দস্যুতারর চেষ্টা করা
দন্ডনিয়।
( ২০ ) দন্ডবিধি আইনের ৪৬০ ধারা
বর্ননানুযায়ী রাত্রীবেলা সিদকেটে
গৃহে প্রবেশ কারীদের মধ্য একজন কর্তৃক খুন
বা গুরুতর আঘাতের চেষ্টা করা দন্ডনিয়

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা