ব্যভিচার :

ব্যভিচার :
ফৌজদারি দনডবিধির ৪৯৭ ধারা অনুযায়ী নিমমলিখিত কর্ম করিলে তাহা ব্যভিচার বলে গণ্য হবে।
১| অপরাধি কোন নারীর সঙ্গে যৌনসংগম করেছে।
২| সেই নারী বিবাহিতা ছিল।
৩| অপরাধি ব্যক্তি বিবাহের বিষয়টি জানতেন বা তার বিষয়টি বিশ্যাস করার কারন ছিল।
৪| অপরাধি উকত নারীর সামীর সমমতিসহকারে উকত যৌনসংগম করেছে।
৫| উকতরুপ ভাবে সংঘঠিত যৌনসংগমকে নারী ধর্ষনের শামিল বলে গণ্য করা যায় না।
উপোরকত কার্য সংঘঠিত হলে তা ব্যভিচার হিসেবে গণ্য হবে। ব্যভিচারের অপরাধে মহিলাকে দনড দেওয়া যায় না।
ব্যভিচারের মামলা করতে হলে মহিলার সামী বা মহিলাটি যার তত্যাবধানে ছিল কেবলমাত্র তারাই লিখিত অভিযোগের মাধ্যমে মামলা করতে পারবেন।
ব্যভিচারের প্রত্যখ্য সাখ্যী খুব কমই পাওয়া যায়। অবস্থা হতে এর অনুমান করতে হবে তবে অনুমানকে ন্যায়সঙ্গত করার জন্য অবস্থা এমন হবে যে যৌনসংগম অবশ্যই ঘটেছিল।
কোন অবিবাহিত পুরুষ ও মেয়ে যদি দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে একসাথে বসবাস করে তবে ব্যভিচারের অপরাধ হিসেবে গণ্য হবে।

Comments

Popular posts from this blog

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা