IF WE ARE IMPORTANT TO YOUR FUTURE, THEN TAKE CARE OF OUR FUTURE.
একর কম্বঃ
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
একর কম্বঃ
একর কম্ব শব্দটি সাধারণত আমাদের দেশে ভুমি জরিপে ব্যবহৃত হয়ে আসছে। নকশায় কোন প্লটের জমির পরিমাণ হিসাব করিবার জন্য চিরুনির দাঁতের মতো যে, কাগজের কিংবা মেটাল যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে উহাকেই একর কম্ব বলা হয়।
শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ........................................................... ফৌজদারী কার্যবিধির ধারা ৩৫১ অনুযায়ী, গ্রেফতার বা সমন ছাড়া কোন আমল গ্রহণকারী আদালতে উপস্থিত যে কোন ব্যক্তিকে আদালত গ্রেফতার দেখাতে পারেন, যদি সাক্ষ্য প্রমানে প্রতীয়মান হয় যে, উক্ত ব্যক্তি আদালতে বিচারাধীন অপরাধের সাথে সংশ্লিষ্ট বা এই অপরাধটি সে সংঘটন করেছে। আদালত তার বিরুদ্ধে এমন ভাবে ব্যবস্থা নিতে পারবেন যেন সে সমন পেয়ে বা গ্রেফতার হয়ে আদালতে উপস্থিত হয়েছে। আদালতের বিচার ব্যবস্থা উন্মুক্ত হওয়ায় অনেক সময় প্রকৃত অপরাধী ও সন্দেহের বাইরে থেকে আদালতে বিচার দেখতে আসে বা সে এই মামলার বাদী অথবা সাক্ষী ও হতে পারে। যদি তখন আদালতে সাক্ষ্য প্রমানে বুঝা যায় যে সেই প্রকৃত অপরাধী তাহলে আদালত তাকে তাৎক্ষনিক গ্রেফতার দেখাতে পারেন। এইরুপ গ্রেফতার দেখানো কে Shown Arrest বলা হয় । ধারা ৩৫১/২ অনুযায়ী, বিচার শুরু হবার পর এইরুপ আটক হলে উক্ত ব্যক্তি সম্পর্কিত কার্যক্রম নতুন ভাবে আরম্ভ করতে হবে এবং সাক্ষীদের বক্তব্য পুনরায় শুনতে হয় । শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা ..............
জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে মোঃ আল-ইমরান খান, লেকচারার, আইন বিভাগ,স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়। ঘটনাঃ ধরুন, আপনি আপনার প্রতিবেশির সাথে জমি জমা সংক্রান্ত একটি বিষয়ে বিরোধের প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে চলমান মামলার এক পর্যায়ে আদালতের কাছে এই মর্মে নিষেধাজ্ঞা চেয়েছিলেন যে,যেহেতু আপনি জমির দখলে আছেন এবং আপনার কাছে জমির কাগজ পত্রাদি ও রয়েছে সুতরাং মামলার চূড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত জমির ভোগ দখলে যাতে আপনার প্রতিবেশী- বিবাদী কোনরুপ হস্তক্ষেপ না করতে পারে সেইমর্মে তাকে আদেশ দেওয়া হোক। আদালত দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আপনার পক্ষে আস্থায়ী নিষেধাজ্ঞা জারী করলেন এবং বিবাদীকে এই মর্মে নির্দেশ দিলেন যে, তিনি যেন পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আপনার ভোগ দখলে বাঁধা না দেয়। কিন্তু আদেশ দেওয়ার সপ্তাহান্ত না পেরুতেই বিবাদী তার ছেলেদের নিয়ে উক্ত তর্কিত ভূমিতে প্রবেশ করতঃ গাছের ফল ও ডালপালা কেটে নিয়ে গিয়েছে; শুধু তাই নয় আপনাকে এই মর্মে শাসিয়েছে যে, আপনি যদি তিন দিনের মধ্যে জমি ছেড়ে না দেন তাহলে আপনাকে দেখে নেওয়া হবে। অর্থাৎ তিনি আদালতের নিষেধাজ্ঞা ভঙ্গ করেছেন। আলোচ্য বিষয়...
Detention (ডিটেনশন) কি ? একজন ব্যক্তিকে কতদিন বিনা বিচারে আটক রাখা যায় ? =================== ' Detention ' ( ডিটেনশন ) এর অর্থ আটকাদেশ অবস্থা ।কোন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার পর মুক্তি না দিয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারা মোতাবেক জেলা ম্যাজিষ্ট্রেট অভিযুক্ত আসামীকে একটি নিদির্ষ্ট সময়ের জন্য বিনা বিচারে আটকাদেশের নির্দেশ প্রদান করে থাকেন, এই বিনা বিচারে আসামীকে আটক রাখার নামই হলো detention । মেয়াদঃ - প্রথম পর্যায়ে ৩০দিন এবং পরে ৯০ দিন এই ভাবে মোট ১২০ দিন একজন আসামীকে বিনা বিচারে আটক রাখা যায় । ইম্পয়াউনড কেস -Impound Case ঃ সটাম্প আইনের ৩৩ ধারা অনুসারে পুলিশ অফিসার ব্যতীত কোন সরকারী কর্মকর্তা এবং একই আইনের ৩৫ ধারা অনুসারে দেওয়ানী আদালতের কোন কর্মকর্তা কত্রিক ঘাটতি সটাম্পযুক্ত কোন দলিল আটক করে তা কালেক্টরের নিকট প্রেরণ করে ঘাটতি সটাম্প বা মাশুল আদায়ের জন্য বলতে পারেন বা জেলা রেজিসটার অফিস হতে ঘাতটি সটাম্প দলিস প্রেরন করতে পারেন। এভাবে দলিল প্রেরন করলে জেলা প্রশাসকের রেভিনিউ মুন্সি খানা শাখায় যে মামলার উদ্ভব হয় তাকে ইম্পাউনড কেস বলে । ...
Comments
Post a Comment