হুলিয়া ও ক্রোক

হুলিয়া ও ক্রোক
ধারা ৮৭: পলাতক ব্যক্তির জন্য হুলিয়াঃ(১)যদি কোন আদালতের ( স্বাক্ষ গ্রহনের পুর্বে বা পরে ) এই রুপ বিশ্বাস করার কোন কারন থাকে যে,উক্ত আদালত যার বিরুদ্ধে পরোয়ানা জারী করেছেন সেই ব্যক্তি পলাতক হয়েছে বা যাতে পরোয়ানা কাযকর না হতে পারে সেইজন্য আত্বগোপন করছে,তা হলে উক্ত আদালত তাকে একটি নির্দিষ্ট স্থানে এবং হুলিয়া জারীর তারিখ হতে ত্রিশ দিনের কম নহে এমন নির্দিষ্ট সময়ে হাজির হবার নির্দেশ দিয়া একটি লিখিত হুলিয়া জারী করতে পারেন ।
(২)হুলিয়া জারী করতে হবে লিখিত আকারেঃ
ক)উক্ত ব্যক্তি যেখানে বসবাস করেন সেই শহর বা গ্রামের প্রকাশ্য স্থানে উহা জন সমক্ষে পাঠ করতে হবে,
খ)উক্ত ব্যক্তি যেখানে বসবাস করেন,সেই বাড়ি অথবা বাস্তভিটা অথবা শহর অথবা গ্রাম এর প্রকাশ্য স্থানে উহা লটকাইয়া দিতে হবে,
গ)উহার একটি কপি আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকাইয়া দিতে হবে
৩)হুলিয়া প্রদানকারী আদালত যদি এই মর্মে একটি লিখিত বিবৃতি দেন যে,হুলিয়া একটি নির্দিষ্ট দিনে যথাযথভাবে জারী হয়েছে,তা হলে উহা চুড়ান্ত স্বাক্ষ্য হবে যে, এই ধারার নির্দেশ সম্বলিত হিসেবে এবং উক্ত দিনে হুলিয়া প্রকাশিত হয়েছে ।

Comments

Popular posts from this blog

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা