সুনিদির্ষ্ট প্রতিকার আইন সর্ম্পকে ১৫টি সংক্ষিপ্ত উওর.....

সুনিদির্ষ্ট প্রতিকার আইন সর্ম্পকে ১৫টি সংক্ষিপ্ত উওর.....
১। সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের
এবং কত নং আইন ?
উত্তর- ১৮৭৭ সালের এবং ১ নং আইন।
২। সুনির্দিষ্ট প্রতিকার আইন কখন বলবৎ হয় ?
উত্তর- ১৮৭৭ সালের ১লা মে থেকে বলবৎ হয়।
৩। সুনির্দিষ্ট প্রতিকার আইনে সর্বমোট কয়টা
ধারা আছে ?
উত্তর- ৫৭ টি।
৪। স্থাবর স্পত্তির দখল পূরুদ্ধারের মোকদ্দমা করা হয় কত ধারা মতে ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মতে।
৫। প্রতিরোধ বা নিরোধক প্রতিকারের সংজ্ঞা কত ধারায় বর্নিত হয়েছে ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৬ ধারায়।
৬। স্থাবর স্পত্তির মালিক কর্তৃক স্বত্ত্ব ও দখল উদ্ধারের মোকদ্দমা করা হয় কত ধারা মতে ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ও ৪২ ধারা মতে।
৭। আইনগত পন্থা ব্যাতিরেকে যদি কোন ব্যক্তি তার অসম্মতিতে স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত হয় তবে সে উহা পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারেন ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মতে।
৮। জোরপূর্বক স্থাবর সম্পত্তি হতে বেদখল হলে প্রতিকারের জন্য মোকদ্দমা করতে হবে ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা মতে।
৯। সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করা যায় কত ধারা মতে ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ধারা মতে।
১০। চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যায় কত ধারা মতে ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারা মতে।
১১। চুক্তি প্রবলের বা বলবতের মোকদ্দমা করা হয় কত ধারা অনুসারে ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ধারা মতে।
১২। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারার
বিধান কি ?
উত্তর- যে সকল চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন কার্যকারী করা যায়।
১৩। কোন ধারামতে চুক্তির সুনির্দিষ্ট কার্য
সম্পাদন আদায় যোগ্য ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ধারা মতে।
১৪। যখন চুক্তিভুক্ত বা সম্মতিভুক্ত কার্যসম্পাদন পুরোপুরি বা অংশত একটি জিম্মার অন্তর্ভুক্ত ?
উত্তর- চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা হবে।
১৫। যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্তি হয়েছে এবং চুক্তি অনুযায়ী কার্যসম্পাদন পুরোপুরি অসম্ভব নয় ?
উত্তর- সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১৩ ধারা মতে প্রতিকার দেওয়া সম্ভব ।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা