হাজতবাস কিভাবে কারাবাসে রুপান্তর করা হয় ?

হাজতবাস কিভাবে
কারাবাসে রুপান্তর করা হয় ?
##########################
( Deduction of Imprisonment in Cases of Custody ):
১) ফৌজদারি কার্যবিধির ৩৫ ক
ধারাটি ২০০৩ সালের ১৯ নং আইন
দ্বারা সংশোধন করা হয়েছে।
সংশোধিত আইনের ৩৫ ক (১) ধারা
অনুসারে শুধু মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ
ব্যতিত অন্যান্য অপরাধের বিচার এর
ক্ষেত্রে আসামী বিচারের পূর্বে
জেলহজতে আটক থাকলে এবং আদলত
তাকে বিচারে দণ্ডিত করলে
দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির পূর্বে
হাজতবাসকে
কারাবাসে রুপান্তর করার আদেশ
দিতে হবে ( It shall deduct from the
sentence of imprisonment ) ।
২) আইনের ৩৫ ক (২) উপ ধারা অনুসারে
আসামীকে বিচারে প্রদত্ত কারাদণ্ড
যদি আসামি কত্রিক ইতিমধ্যে ভোগকৃত
হাজতবাস অপেক্ষা বেশী না হয় তবে
আসামিকে তাৎক্ষনিক মুক্তি দিতে
হবে ।আর আসামী যদি জরিমানা দণ্ড
অনাদায়ে কারাদণ্ড ভোগ করার আদেশ
দেয়া হয় এবং আসামী
যদি ইতিমধ্যে ঐ পরিমান হাজতবাস
ভোগ করে থাকে তবে তবে তাকে আর
জরিমানা পরিশোধ করতে হবেনা এবং
সে তৎক্ষণাৎ মুক্তি পাবে ( If the accused
is also sentenced to pay any fine in addition to
such sentence ,the fine shall stand remitted )

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা