ট্যাক্স নিয়ে কিছু কথা- ট্যাক্স রিবেট কি? ইহার সুবিধা কি ও কিভাবে তা নির্ধারণ করা হয়?

ট্যাক্স নিয়ে কিছু কথা-
ট্যাক্স রিবেট কি? ইহার সুবিধা কি ও কিভাবে তা নির্ধারণ করা হয়?
সরকার করদাতাদের কিছু কিছু বিনিয়োগ এবং দানে উৎসাহিত করার জন্য ঐ সমস্ত বিনিয়োগ এবং দানের উপর ১৫% কর রেয়াত / কর ছাড় দিয়ে থাকে, আর এই বিনিয়োগ / দানের পরিমান ১,৫০,০০,০০ অথবা মোট করযোগ্য আয়ের ৩০% (provident funad a নিয়োগকরতার দান ব্যতিত) এই দুএর মধ্যে যেটি ছোট তার চেয়ে বেশি নয়। এই রেয়াত তার মোট প্রদেয় আয়কর হতে বাদ যাবে।
উধারন হিসাবে বলা যায়, ২০১৪-১৫ আয় বর্ষে একজন ব্যক্তি যদি মাসিক ৫০,০০০ টাকা বেতন এবং ২ ঈদ মিলে যদি ১ মাসের বেতনের সমপরিমাণ বোনাস পায় তবে তার বাৎসরিক করযোগ্য আয় হয় (সম্ভাব্য) ৪২২,০০০ এবং তার উপর প্রদেও আয়কর হয় ১৭,২০০ টাকা । এখন, ওই ব্যক্তি যদি ওই বৎসর এ সরবচ্চ বিনিয়োগ/ দান (সম্ভাব্য ১,২৬,৬০০ টাকা) করে থাকে তাহলে সে এর উপর সরবচ্চ রেয়াত সুবিধা নিতে পারে । এ ক্ষেত্রে শুধু রেয়াতের পরিমানই হয় ১৮,৯৯০। অর্থাৎ তার নেট প্রদেও আয়কর হয় ১৭,২০০ – ১৮,৯৯০ = (১,৭৯০)টাকা কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী কারো করযোগ্য আয় নিরপিত হলে তাকে কমপক্ষে ৫,০০০/৪,০০০/৩,০০০ টাকা কর দিতে হবে ।
বিনিয়োগয়ের উপর আয়কর রেয়াত এর পরিমাণ নির্ণয় করার নিয়ম হলঃ
১,৫০,০০,০০০ অথবা মোট করযোগ্য আয়ের ৩০% (provident funad a নিয়োগকরতার দান ব্যতিত) অথবা প্রকৃত বিনিয়োগ এই তিনটার মধ্যে যেটি ছোট তার উপর ১৫% এর সমপরিমাণ।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা