অনিয়মিত বিবাহ:
অনিয়মিত বিবাহ:
যে বিবাহে প্রয়োজনীয় শর্তসমূহ পালন হয়না কিন্তু পরবর্তীতে শর্তসমূহ পালনের সুযোগ থাকে। শর্তসমূহ পালনের মাধ্যমে বিবাহকে বৈধ করার সুযোগ থাকে এই ক্ষেত্রে।
যে যে কারণে অনিয়মিত বিবাহ হতে পারে-
• সাক্ষী ছাড়া বিবাহ হলে
• চারটি স্ত্রী থাকার পরও আরেকটি বিবাহ করা। ১ জনকে তালাক প্রদানের মাধ্যমে বৈধ হতে পারে।
• ইদ্দত চলাকালীন সময়ে বিবাহ হওয়া। তালাকের ক্ষেত্রে ইদ্দতের সময় ৩ মাস, স্বামীর মৃত্যুর ক্ষেত্রে ৪ মাস ১০ দিন
• ধর্মের কারণে নিষিদ্ধ হলে
• নিষিদ্ধ সম্পর্কের কারণে।
• চারটি স্ত্রী থাকার পরও আরেকটি বিবাহ করা। ১ জনকে তালাক প্রদানের মাধ্যমে বৈধ হতে পারে।
• ইদ্দত চলাকালীন সময়ে বিবাহ হওয়া। তালাকের ক্ষেত্রে ইদ্দতের সময় ৩ মাস, স্বামীর মৃত্যুর ক্ষেত্রে ৪ মাস ১০ দিন
• ধর্মের কারণে নিষিদ্ধ হলে
• নিষিদ্ধ সম্পর্কের কারণে।
অনিয়মিত বিবাহের ক্ষেত্রে সন্তানরা বৈধ এবং উত্তরাধিকারী হবে, কিন্তু স্বামী ও স্ত্রীর ক্ষেত্রে একে অপরের উত্তরাধিকারী হবেনা, দেনমোহর ও বিবাহ ভঙ্গের ক্ষেত্রেও রয়েছে তারতম্য।
Comments
Post a Comment