লোক অপহরণ (Kidnapping)
লোক অপহরণ (Kidnapping)
দণ্ডবিধি ধারা ৩৫৯ মতে লোক অপহরণ দুই প্রকারের: বাংলাদেশ হতে লোক অপহরণ এবং আইনসম্মত অভিভাবকত্ব হতে লোক অপহরণ।
• বাংলাদেশ হতে লোক অপহরণ
দণ্ডবিধি ধারা ৩৬০ অনুসারে, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার সম্মতি ব্যতীত বা তার সপক্ষে সম্মতি প্রদানে ক্ষমতাসম্পন্ন ব্যক্তির সম্মতি ব্যতীত বাংলাদেশের সীমানার বাইরে পাঠালে, সেই ব্যক্তি তাকে বাংলাদেশ থেকে অপহরণ করেছে বলে কথিত হবে।
• আইনসম্মত অভিভাবকত্ব হতে লোক অপহরণ
দণ্ডবিধি ধারা ৩৬১ অনুসারে, যদি কোনো ব্যক্তি চৌদ্দ বৎসর কম কোন নাবালককে বা ষোলো বৎসর বয়সী কোন নাবালিকাকে বা বিকৃত মস্তিস্ক কোন ব্যক্তিকে তার আইনসম্মত অভিভাবকের রক্ষনবেক্ষণ থেকে নিয়ে গেলে সেটা আইনসম্মত অভিভাবকত্ব হতে লোক অপহরণ বলে কথিত হবে।
লোক অপহরণের শাস্তি:
দণ্ডবিধি ধারা ৩৬৩ মোতাবেক; যদি কোন ব্যক্তি কাউকে বাংলাদেশ সীমানা থেকে বা আইনসম্মত অভিভাবকত্ব হতে অপহরণ করে তাহলে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাসশ্রম কারাদণ্ডে হবে এবং তাকে অর্থদণ্ডও করা যাবে।
Comments
Post a Comment