'অনধিকার প্রবেশ' একটি অপরাধসঙ্কলন:

'অনধিকার প্রবেশ' একটি অপরাধসঙ্কলন:
*******************************
অপরের শরীর বা সম্পত্তির ওপর করা একটি বেআইনি কাজ, বিশেষত অপরের ভূসম্পত্তিতে অবৈধ প্রবেশ। অনধিকার প্রবেশ দুই ধরনের হতে পারে_ ১. ব্যক্তির ওপর অনধিকার প্রবেশ এবং সম্পত্তির ওপর অনধিকার প্রবেশ। কোনো ব্যক্তির নিরাপত্তা ও স্বাধীনতাজনিত অধিকার লঙ্ঘন করা হলে তা ব্যক্তির ওপর অনধিকার প্রবেশ বলে গণ্য হয়। কোনো ব্যক্তির বৈধ মালিকানাধীন সম্পত্তির ওপর কেউ অবৈধভবে হস্তক্ষেপ করলে তা সম্পত্তির ওপর অনধিকার প্রবেশ বলে গণ্য হয়। অনধিকার প্রবেশ দেওয়ানি ও ফৌজদারি উভয় আইনেই অপরাধ। ক্ষতিগ্রস্ত ব্যক্তি দেওয়ানি আদালতে ক্ষতিপূরণের মামলা দায়ের করে অপরাধ করার অভিপ্রায়ে অথবা ভীতিপ্রদর্শন, অপমান অথবা বিরক্ত করার জন্য বেআইনিভাবে সেখানে অবস্থান করেন, তবে তিনি এই অপরাধ সংঘটন করেছেন বলে অভিহিত হবেন। দ-বিধির ৪৪৭ ধারা থেকে ৪৬০ ধারা পর্যন্ত অনধিকার প্রবেশের শাস্তি সম্পর্কে বলা হয়েছে। যে ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেন, সেই ব্যক্তি তিন মাস পর্যন্ত কারাদ-ে দ-িত বা ৫০০ টাকা পর্যন্ত অর্থদ-ে বা উভয়বিধ দ-ে দ-িত হবেন।
আবার উন্মুক্ত কোনো স্থানে বিশ বা ততোধিক ব্যক্তির এমন একটি জনসমাবেশ যেখানে জনসাধারণের যাতায়াতের কোনো অধিকার বা সীমিত অধিকার নেই এবং যখন তার দখলদার ওই ঘটনার জন্য কোনো সম্মতি গ্রহণ করেননি এবং যার ফলে সমাজজীবনে গুরুতর অশান্তির সৃষ্টি হয় অথবা স্মৃতিসৌধ, ঐতিহাসিক স্থাপত্য, প্রত্নতাত্তি্বক বা বৈজ্ঞানিক গুরুত্বের দালানের তাৎপর্যপূর্ণ ক্ষতি হয়, তাকে 'অনধিকার প্রবেশকারী সমাবেশ' বলা হয়। দ-বিধির ১৪১ ধারা অনুসারে, পাঁচ বা ততোধিক ব্যক্তি ওই ধারায় উলি্লখিত সাধারণ উদ্দেশে সমবেত হলে তাকে বেআইনি সমাবেশ বলে।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা