খাস জমি বাস্তুভিটার জন্য বরাদ্দ দেওয়াঃ

খাস জমি বাস্তুভিটার জন্য বরাদ্দ দেওয়াঃ
আমাদের আসেপাশে আমরা মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিমালিকানাবিহীন জমি দেখতে পাই যা খাস জমি হিসেবে পরিচিত। এর মূল মালিক সরকার। এ জাতীয় জমি বরাদ্দ করার সময় সরকার ভূমি সংস্কার অধ্যাদেশ, ১৯৮৪ এর ৭ ধারা অনুসরণ করে থাকে। এই ধারা অনুযায়ীঃ
(১) পল্লী এলাকায় বাস্তু হিসাবে ব্যবহৃত হওয়ার উপযুক্ত কোনো খাস জমি পাওয়া গেলে সরকার উক্ত জমি বন্দোবস্ত দেওয়ার সময় ভূমিহীন কৃষক ও শ্রমিকদের অগ্রাধিকার প্রদান করবেন।
তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তিকেই উপরোক্ত উদ্দেশ্যে পাঁচ কাঠার অধিক অনুরূপ কোনো জমি বরাদ্দ করা হবে না।
(২) (১) উপধারার অধীনে বন্দোবস্তী কোনো জমি উত্তরাধিকারসূত্রে প্রাপ্য হইবে, কিন্তু হস্তান্তরযোগ্য হবে না।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা