ফৌজদারী কার্যবিধি আইনের ৪৬ ধারা মতে গ্রেফতারের পদ্ধতিঃ

ফৌজদারী কার্যবিধি আইনের ৪৬ ধারা মতে গ্রেফতারের পদ্ধতিঃ
(১) যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে। সে কথা বা কার্য দ্বারা গ্রেফতার মেনে না নিলে তার দেহ স্পর্শ বা আটক করে গ্রেফতার কার্যকর করতে হবে।
(২) কোন অপরাধীকে গ্রেফতার কালে সে যদি বাধা দেয় অথবা গ্রেফতার এড়ানোর চেষ্টা করে তাহলে পুলিশ অফিসার বা অন্য যে ব্যক্তি গ্রেফতার কার্যকর করছেন তিনি, গ্রেফতার কার্যকরী করার জন্য প্রয়োজনীয় সকল কৌশল ব্যবহার করতে পারবেন।
(৩) এই ধারায় এমন কোন অধিকার দেয়া হয়নি যে, মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় অপরাধ করেননি এমন কোন ব্যক্তির গ্রেফতার কার্যকর করার জন্য তার মৃত্যু ঘটানো যাবে না।

Comments

  1. মহিলা আসামি গ্রেফতার করে হাত কড়া পুরান যাবে কিনা?

    ReplyDelete
    Replies
    1. মহিলা আসামি গ্রেফতার করে হাত কড়া পরান যাবে কিনা?

      Delete

Post a Comment

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা