অশালীন আচরণ কি?

অশালীন আচরণ কি?
দন্ডবিধির ৩৫৪ ধারায় - 'কোনো নারীর
শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে আক্রমন ও
তার প্রতি অপরাধমূলক বল প্রয়োগ-ই
হচ্ছে অশালীন আচরন৷
সাধারণভাবে বলা যায়, আমাদের সামাজিক
রীতিনীতি কিংবা আচার-আচরণের
সঙ্গে মানানসই নয়, এমন যে-
কোনো ব্যবহার বা আচরণই অশালীন
আচরন।
স্কুল-
কলেজগামী ছাত্রী অথবা কর্মজীবী নারী যে কেউ
প্রায়ই বখাটে পুরুষদের দ্বারা লাঞ্ছিত হন।
দন্ডবিধি অনুসারে শাস্তি:
৩৫৪ ধারায় বলা আছে -
কোনো ব্যক্তি যদি কোনো নারীর
শালীনতা ক্ষুণ্ন করার
উদ্দেশ্যে বা শালীনতা ক্ষুণ্ন
হতে পারে জেনেও উক্ত নারীকে আক্রমণ
করে অথবা তার উপর অপরাধমূলক
বলপ্রয়োগ করে তবে সেই ব্যক্তি তার
অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের
কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়
দন্ডে দন্ডিত হবে।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা