অপহরণ কি ?

অপহরণ কি ?
সাধারণভাবে অপহরণ হলো কোন
ব্যক্তিকে জোর করে ধরে একস্থান
থেকে অন্যস্থানে তুলে নিয়ে যাওয়া।
দন্ডবিধির ৩৬২ ধারায় বলা হয়েছে-
যে ব্যক্তি কোন ব্যক্তিকে কোন স্থান
হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য
করে বা কোন প্রতারণামূলক উপায়ে প্রলুব্ধ
করে, সেই ব্যক্তি উক্ত ব্যক্তিকে অপহরণ
করে বলে গণ্য হবে।
সাধারণত শিশুরাই অপহরণের শিকার
বেশি হয় তবে যে কোন বয়সের মানুষ-ই
অপহরণের শিকার হতে পারে।
নারী বা শিশু অপহরণের অপরাধ সংগঠিত
হলে তা নারী ও শিশু নির্যাতন দমন
আইন-২০০০ (সংশোধিত ২০০৩)
অনুযায়ী সংগঠিত হবে।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা