দু’জনার ধর্ম দুটি হলেও বিশেষ বিবাহ আইনের অধীন বিয়ে করা যায়
দু’জনার ধর্ম দুটি হলেও বিশেষ বিবাহ আইনের অধীন বিয়ে করা যায় অনেক সময় ভিন্ন ধর্মের ছেলে-মেয়েরা তাদের ভালবাসাকে বাস্তবে রুপায়িত করার জন্য একে অপরকে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। সাবালক-সাবালিকা হিসেবে এ ধরণের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও আইনগত অধিকার তাদের আছে। সেই অধিকারের ভিত্তিতে দু’জনার ধর্ম দুটি হলেও বিশেষ বিবাহ আইনের অধীন বিয়ে করা যায়। তখন রাত ৯টা। হঠাৎ আমার মোবাইল ফোনটা বেজে উঠল। বিশ্ববিদ্যালয় পড়–য়া জনৈক সুমন পরিচয়ে আমার সাথে দেখা করার ভীষণ ইচ্ছা প্রকাশ করল। আমি আমার চেম্বারে আসার অনুমতি প্রদান করলাম। ১০ মিনিটের মাথায় এক ছেলে ও এক মেয়ে আচমকা চেম্বারে উপস্থিত। বিনয়ী ও মার্জিত পোশাকের অধিকারী ছেলেটি বলল তার এক বন্ধুর মাধ্যমে আমার ঠিকানা পেয়েছে। জানতে চাইলাম আমি কি করতে পারি? আমার এ প্রশ্নে তারা দু’জনেই বেশ বিব্রত অবস্থার মধ্যে লাজুক ভঙ্গিতে বলল, আমরা দু’জনে ভিন্ন ধর্মাবলম্বী কিন্তু আমরা পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই। প্রথমে তাদের নিরুৎসাহিত করি। পরিবার, সমাজ, ধর্ম বিশ্বাস সবকিছু নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়। তারা দৃঢ় সংকল্পবদ্ধ, বিয়ে হতেই হবে। চেম্বারের আলমারী থেকে ম্যারেজ রেজিষ্টার ব...