আগাম জামিনঃ

আগাম জামিনঃ
র্ফৌজদারী কার্যবিধির ৪৯৮ ধারায় আগাম জামিন এর ব্যবস্থা রাখা হয়েছে। উক্ত ৪৯৮ ধারায় বলা হয়েছে যে, হাইকোর্ট বা একজন দায়রা জজ সেই ব্যক্তির আগাম জামিন মঞ্জুর করতে পারেন যার ওয়ারেন্ট ছাড়াই পুলিশী গ্রেফতার আসন্ন কিংবা এক রকম নিশ্চিত হয়ে গেছে এবং যেখানে ঐ জাতীয় জামিন মঞ্জুরের পক্ষে অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে যুক্তি রয়েছে। এরুপ অনুমানের উপর জামিন দেয়ার ক্ষমতা কেবল হাইকোর্ট অথবা দায়রা জজের রয়েছে । উক্ত ক্ষমতা অন্য কোন আদালতের নাই । তবে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চ আগাম জামিনের শুনানি করে থাকে । তাই কারো কোন মামলায় আগাম জামিন পেতে হলে সুপ্রীম কোর্টে যেতে হবে ।
অতএব ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারের আশঙ্কা থাকলে আগাম জামিনের জন্য আবেদন করা যাবে, তবে জামিন দেওয়া না দেওয়া সম্পুর্ন আদালতের মর্জি । সাধারণত অহেতুক পুলিশি হয়রানি থেকে রক্ষা পেতে ও রাজনৈতিক কারনে মামলা করা হয়েছে প্রতিয়মান হলে হাইকোর্ট বিভাগ নির্দিষ্ট সময়ের জন্য আগাম জামিন মঞ্জুর করে থাকে । তবে আগাম জামিনের সময়সীমা পার হওয়ার পর নীম্ন আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করতে হয় অথবা আবারো হাইকোর্ট বিভাগে হাজির হয়ে আগাম জামিন চাইতে হয় । মামলায় কারো বিরুদ্ধে চার্জশিট বা অভিযোগপত্র প্রদানের পরে আর উচ্চ আদালত আগাম জামিন মঞ্জুর করে না । ইংরেজিতে এই জামিনকে Anticipatory bail বলে

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা