••জমি বেদখল হলে••

••জমি বেদখল হলে••
সবার স্বপ্ন থাকে তাদের একখন্ড জমি থাকুক তাই অনেকে হাড়ভাঙ্গা পরিশ্রম করে অর্থ জমিয়ে একখন্ড জমি ক্রয় করেন, কারও কারও একখন্ড জমিই শেষ সম্বল। এরকম জমি যদি বেদখল হয়ে গেলে মানুষ প্রায় অসহায় হয়ে যায়।
কি করবেন জমি বেদখল হলে?
আসুন জেনে নেই
প্রথমে জমিটি নিজের দখলে আনার চেস্টা করুন তবে মনে রাখবেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
দখলে ব্যর্থ হলে স্থানীয় চেয়ারম্যান বা গন্যমান্য ব্যক্তিদের সমস্যাটা বলুন।
এতেও সমাধান না হলে স্থানীয় থানায় একটি GD করুন।
স্থানীয় দেওয়ানি আদালতের শরণাপন্ন হোন
(সুনির্দিষ্ট প্রতিকার আইন - ১৮৭৭ এর ৯ ধারায় প্রতিকার পাবেন)। মামলা দায়ের করতে হবে জমি বেদখলের ৬ মাসের মধ্যে।
ফৌজদারি আদালতেও মামলা করতে পারবেন (১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় প্রতিকার পাবেন)। মামলা দায়ের করতে হবে জমি বেদখলের ২ মাসের মধ্যে।
একজন অভিজ্ঞ আইনজীবীর সহায়তা নিন।
মনে রাখবেন দেওয়ানি মামলায় সময় একটু বেশি লাগে তাই ধৈর্য ধরে মামলাটি পরিচালনা করুন।

Comments

  1. “জমি বেদখল হলে কী করবেন” এই বিষয়টি নিয়ে আমার দেখা একটি দারুন আইনি ভিডিও আপনারাও দেখতে পারেন । নিচে ভিডিওটির ইউটিউব লিংক দিলাম https://www.youtube.com/watch?v=EY91837Mmmc

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা