হিন্দু আইনে মুলত দুটি মতবাদ রয়েছেঃ

হিন্দু আইনে মুলত দুটি মতবাদ রয়েছেঃ
১/মিতক্ষরা মতবাদ
এবং
২/দায়ভাগা মতবাদ।
বাংলাদেশ এবং ভারতের পচ্চিমবঙ্গের হিন্দু
ধর্ম্যালম্বিরা দায়ভাগা মতবাদের অনুসারী। ভারতের
অন্যান্য অংশে মিতাক্ষরা মতবাদ প্রচলিত।
মিতাক্ষরা মতবাদ হল জাগ্ম বলকো সংহিতার উপর
একটি প্রচলিত বর্ণনা। একাদশ শতাব্দীর শেষ
দিকে বিজ্ঞানেশ্বর এর দ্বারা মিতাক্ষরা মতবাদ
লিখিত এবং প্রচলিত হয়। দায়ভাগা মতবাদ কোন
বিশেষ সংহিতার উপর প্রতিষ্ঠিত নয়।
এগুলো কতগুলো সংহিতার সারসংক্ষেপ। জিমুত
বাবন হলেন দায়ভাগা মতবাদ এর প্রবক্তা।
তিনি দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে কোন একসময়
দায়ভাগা মতবাদ রচনা সমাপ্ত করেন।
মিতক্ষরা মতবাদ এর আবার কয়েকটা উপবিভাগ
আছে। বিশেষভাবে দত্তক গ্রহন ও উত্তরাধিকার
বিষয়ে। এ
উপবিভাগগুলো একটি অন্যটি থেকে ভিন্ন ।
মিতক্ষরা মতবাদের প্রধান
উপবিভাগগুলো নিন্মরুপ।
১/ বেনারস মতবাদ;
২/মিথিলা মতবাদ;
৩/মহারাষ্ট্র মতবাদ;
৪/বোম্বাই মতবাদ;
৫/মাদ্রাজ মতবাদ ;এবং
৬/পাঞ্জাব মতবাদ।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা