"বাল্য বিবাহের জন্য কোন শাস্তির বিধান আছে কি?"

"বাল্য বিবাহের জন্য কোন শাস্তির বিধান আছে কি?"
আমাদের দেশের বিচার ব্যবস্থাতে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য কঠোর বিধান রয়েছে। বাল্য বিবাহ নিষিদ্ধ করণের অন্যতম একটি হলো অপ্রাপ্ত বয়সের একটি ছেলে আর মেয়ে শারীরিক এবং মানসিক ভাবে এই সম্পর্কটির জন্য প্রস্তুত থাকে না। বিশেষত নারীরা শারীরিক ভাবে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে অপ্রাপ্ত বয়সে গর্ভবতী হলে মা ও গর্ভের শিশুটির জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়। বিয়ের আমরা জানি বিয়ে একটি সামাজিক চুক্তি। প্রচলিত আইন অনুসারে একজন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি কোন চুক্তি নিজে সাক্ষর করতে পারেন না, এক্ষেত্রে তার একজন অভিভাবক নিযুক্ত করা বাধ্যতামূলক। ঠিক তেমনি বিয়ের ক্ষেত্রেও অপ্রাপ্ত বয়স্করা আইনগত ভাবে নিকাহ নামা বা কোনো চুক্তি পত্রে সাক্ষর করতে পারে না। এধরনের অবস্থাতে উক্ত বিয়েটা বাতিল হয়ে যাবে না ঠিকই তবে বিয়েটির কোন পক্ষ বা উভয়পক্ষ প্রাপ্ত বয়স্ক হলে বিয়েটি বাতিল করবার অধিকার রাখে। আইনে নির্ধারিত কম বয়স্ক হলেই বাল্য বিবাহের কারণে বিয়েটির সাথে জড়িত ব্যক্তিরা বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ (The Child Marriage Restraint Act, 1929) এর আওতায় বিচার এর অধীনেশাস্তিপ্রাপ্ত পাবে। ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৪ ধারা এর বিধান মোতাবেক – যদি কোন অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহা হইলে, এই আইন অমান্য কারীকে বিচার সাপেক্ষ শাস্তি হিসেবে এক মাস পর্যন্ত বিনা শ্রম কারা দন্ড বা ১,০০০.০০ (এক হাজার টাকা) পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দন্ডে দন্ডিত করা হতে পারে। ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৫ ধারাতে বাল্যবিবাহ পরিচালনার সাথে জড়িত সংশ্লিষ্ট দের শাস্তির আওতা ভুক্ত করা হয়েছে, যেখানে বাল্যবিবাহ পরিচালনাকারী দের এই আইন ভঙ্গ করার শাস্তি হিসেবে এক মাস পর্যন্ত বিনা শ্রম কারা দন্ড বা ১,০০০.০০ (এক হাজার টাকা) পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দন্ডে দন্ডিত করা হতে পারে।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা