পালিয়ে বিয়ে করছেন বা করেছেন?

পালিয়ে বিয়ে করছেন বা করেছেন?
ভালোবাসার মানুষটিকে যেভাবেই হোক নিজের করে নিতে চাইছেন। প্রয়োজনে পালিয়ে যাবেন তাকে নিয়ে, সমাজ সংসার-পরিবার ছেড়ে। কিন্তু তা কি করে সম্ভব?সমাজ-পরিবার তো আপনাকে ছাড়বে না! আসবে বাঁধা-বিপত্তি। যে ধরনের বাঁধা মোকাবেলা করতে হবে আপনাকে-সাধারণত প্রেমের বিয়ের ক্ষত্রে অপহরণের মামলা হয়: মেয়েটিকে অপহরণের মামলা করা হতে পারে আপনার ও আপনার পরিবারের বিরুদ্ধে, আটকে রাখার অভিযোগ আসতে পারে। আপনার বিরুদ্ধে হতে পারে ধষর্ণের মামলাও। স্বেচ্ছায় বিয়ে করে যদি প্রেমিক স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে, তবে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না। তবে মেয়ের বয়স যদি ১৬ বছরের কম হয়, সে ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ আনা যেতে পারে। তবে ভিকটিমকে সাক্ষ্য দিতে হবে যে তার সাথে প্রতারণা করে এই সম্পর্ক স্থাপন করা হয়েছে।বিবাহবন্ধন-বহির্ভূত ১৬ বছরের অধিক বয়সের কোনো মেয়ের যদি যৌনকর্মে সম্মতি থাকে, তবে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে না এবং এর জন্য পুরুষসঙ্গীর কোনো শাস্তিও হবে না। কিন্তু অপহরণের ব্যাপারে কোনো বয়সের কথা উল্লেখ নেই। দণ্ডবিধির ৩৬১ ধারাতে উল্লেখ আছে, ১৬ বা তার অধিক বয়সের কোনো নারী যদি কারও সঙ্গে স্বেচ্ছায় চলে যায়, তবে তা অপহরণ হিসেবে গণ্য হবে না।এসব সমস্যা মেটার পর দেখা যাবে যাকে ভালোবেসে এত কিছু করলেন সেই আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, আপনাকে প্রতারক ও অপহরণকারী বলে নিজ বাবা-মায়ের মতে আপনাকে জেলের ভাত খাওয়াচ্ছে!তবে আপনার ভালোবাসার মানুষটি যদি হয় প্রাপ্তবয়স্কা এবং আইন অনুযায়ী আপনাদের বিবাহ কার্য সম্পন্ন হয় এবং একে অন্যের প্রতি যদি থাকুন সৎ ও বিশ্বস্থ তবে এ ধরনেরসমস্যা গুলো থেকে পার পেয়ে যাবেন।এটি আপনাকে পালিয়ে বিয়ে করতে অনুপ্রেরণা নয় বরং না করতে ও ভালোবাসাটাকে সকলের সম্মতি ও সাহসের সাথে নিজের করে নিতে বলছি।আইন সবার জন্য সমান, তাই জানুন, সচেতন হওন।

Comments

Popular posts from this blog

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা