গ্রাম্য আদালত

গ্রাম্য আদালত

।গ্রাম্য আদালত :
ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় বিরোধ ও বিবাদের সহজ এবং দ্রুত নিষ্পত্তির লক্ষে গ্রাম আদালত গঠন করা হয় এবং গ্রাম আদালত আইন ২০০৬ প্রনয়ন করা হয়।গ্রাম আদালত আইনের ৪ ধারা অনুসারে কোন ব্যাক্তি উক্ত আইনের তফসিলভুক্ত দেওয়ানি অথবা ফৌজদারি বিষয়ে মমলা করতে চাইলে তাকে গ্রাম আদালতে মমলা করতে হবে। এরুপ আবেদন প্রাপ্তির পর চেয়ারম্যান ৫ধারা অনুসারে গ্রাম আদালত গঠন করবেন। উক্ত আইনের ৫ধারায় বিধান করা হয়েছে যে,চেয়ারম্যান এবং উভয় পক্ষ কর্তৃক মনোনীত ২জন করে মোট ৪জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হবে। তবে র্শত থাকে যে,প্রত্যক পক্ষ কতৃক মনোনীত ২জন সদস্যের মধ্যে ১জন সদস্যকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদ্যস হতে হবে। গ্রাম আদলতের ৮ধারায় বলা হয়েছে যে, গ্রাম আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত হলে কিংবা চার : এক(৪:১)সংখ্যাগরিষ্ঠ ভোটে অথবা ৪জন সদস্যের উপস্তিতিতে তিন:এক(৩:১) সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হলে উক্ত সিদ্ধান্ত পক্ষগনের উপর বাধ্যকর হবে এবং কোন আপীল করা যাবে না। অন্যদিকে,সিদ্ধান্তটি তিন-দুই সংখ্যাগরিষ্ট ভোটে গৃহীত হলে সংক্ষুব্ধ পক্ষ সিদ্ধান্তের ৩০দিনের মধ্যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটেরকাছে এবং দেওয়ানী অপরাধের ক্ষেত্রে সহকারী জজ আদালতে আপীলকরতে হবে।

Comments

Popular posts from this blog

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা