আদালত কি কারো পরামর্শ গ্রহন করতে পারেন?
আদালত কি কারো পরামর্শ গ্রহন করতে পারেন?
যখন কোন আদালতে এমন কোন মামলা করা হয় যা খুবই জটিল প্রকারের। অর্থাৎ কোন মামলা এমন প্রকৃতির যা আদালত সরাসরি সঠিক কিনা তার ব্যপারে কনফিউশনে থাকে তাহলে ঐ বিষয়ে যে ব্যক্তি বিশেষ অভিজ্ঞ তার কাছ থেকে পরামর্শ বা মতামত নিতে পারেন। এই বিষয়ে যার কাছ থেকে পরামর্শ নেয়া হবে বা হয় তাকে বিশেষজ্ঞ বলা হয়।
মুলত আদালত যেসব বিষয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞের মতামত বা পরামর্শ নিতে পারেন তাহলো -
১। বিদেশী আইনে কোন প্রশ্ন উত্থাপিত হলে।
২। বিজ্ঞান বা চারুকলার প্রশ্নে।
৩। অর্পন বা টিপসহির সনাক্তির প্রশ্নে ইত্যাদি।
ইত্যাদি ক্ষেত্রে মতামত বা
পরামর্শ নিতে পারেন অর্থাৎ আদালত যে ক্ষেত্রে মতামত নেবার প্রয়োজন মনে করেন।
পরামর্শ নিতে পারেন অর্থাৎ আদালত যে ক্ষেত্রে মতামত নেবার প্রয়োজন মনে করেন।
Comments
Post a Comment