রাজতন্ত্র বনাম গনতন্ত্র:

রাজতন্ত্র বনাম গনতন্ত্র:
রাজতন্ত্র বলতে আমরা কি বুঝি? রাজতন্ত্র হলো রাজার ছেলে বা মেয়ে উত্তরাধিকারী সূত্রে রাজা বা রানি হবে। এজন্য তাদের কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। কেবল মাত্র বংশ সূত্রে তারা রাজা বা রানি হয় এবং রাজ্য শাষন করে। যেখানে সাধারন জনগনের মতামতের কোনো মূল্য থাকে না।
আর গনতন্ত্র হলো জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধি যারা সাধারন জনগনের ভালোর জন্য দেশ পরিচালনা করে। গনতান্ত্রিক ব্যবস্থায় যে রাজনৈতিক দল সবথেকে বেশি ভোট পায় সেই রাজনৈতিক দলের প্রধানই সরকার প্রধান হয়। আর রাজনৈতিক দলের প্রধান কিভাবে নির্বাচিত হয়? যেকোনো রাজনৈতিক দলের সবচেয়ে যোগ্য ব্যক্তিটি ঐ রাজনৈতিক দলের প্রধান নির্বাচিত হয় বা হওয়া উচিত।
এখন প্রশ্ন হলো আমাদের দেশে কোন শাষন ব্যবস্থা follow করা হয়, রাজতন্ত্র না গনতন্ত্র? সংবিধান অনুযায়ি আমরা গনতান্তিক শাষন ব্যবস্থা follow করি। কিন্তু বাস্তবে কি আমাদের দেশে গনতন্ত্র আছে? আমরা সবাই জানি যে আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান সবসময় দুটি নির্দিষ্ট পরিবারের সদস্যরাই হয়ে থাকেন, তাদের দেশ পরিচালনা করার যোগ্যতা থাক বা না থাক। দলের সবচেয়ে যোগ্য ব্যক্তিটি দলের প্রধান হবে - এ ধারনা থেকে আমাদের প্রধান দুই রাজনৈতিক দল অনেক দুরে অবস্থান করে।
তাহলে বোঝা গেলো আমাদের দেশে গনতন্ত্র নেই। তাহলে আমাদের দেশের শাষন ব্যবস্থাকে কি রাজতন্ত্র বলা যায়? যেহেতু আমাদের দুই রাজনৈতিক দলের প্রধান দুটি নির্দিষ্ট পরিবার belong করে এবং ঘুরেফিরে এই দুই রাজনৈতিক দলের প্রধানরাই সরকার প্রধান হয়, সেহেতু বলা যেতে পারে আমাদের দেশে গনতন্ত্র না বরং রাজতন্ত্রই চলে। শুধু পার্থক্য হলো অন্য রাজতন্ত্রে একটি রাজ পরিবার থাকে আর আমাদের রাজতন্ত্রে রাজ পরিবারের সংখ্যা দুটি। কি ঠিক বললাম তো?
তাহলে এখন প্রশ্ন হলো আমাদের দেশে, sorry ভুল হলো, রাজ্যে যেহেতু গনতন্ত্র নেই তাহলে গনতন্ত্র নিয়ে এতো মাতামাতির কি আছে? এ প্রশ্নের জবাব আমাদের দুই রাজ পরিবার বা তাদের followers রাই ভালো দিতে পারবেন। আমার আর আপনার তামাশা দেখা ছাড়া আর কিছু করার নেই।...... আসলেই কি কিছু করার নেই???

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা