মুসলিম উত্তরাধিকার আইনঃ কে কত অংশ পাবেন -
মুসলিম আইনে মৃত ব্যক্তির সম্পদের সুষম বন্টনের জন্য সুনির্দিষ্ট বিধান রয়েছে, মুসলিম আইনে পরিষ্কার ভাবে বলা আছে মৃত ব্যক্তির সম্পদ তাঁর উত্তরাধিকারীরা কে কিভাবে পাবেন।
একজন মুসলমান যদি মারা যায় তবে তাঁর সম্পদ বন্টনের আগে কিছু বিষয়ে তাঁর আত্মীয় স্বজনদের বিশেষ মনোযোগ রাখতে হয় এবং ঐ সব আনুষ্ঠানিকতা শেষ হলেই কেবল মৃত ব্যক্তির সম্পদ ভাগ বাটোয়ারা করা যাবে।
একজন মুসলমানের মৃত্যুর পর তাঁর সম্পদ ভাগের আগে যা করনীয়ঃ
১) যদি মৃত ব্যক্তির পর্যাপ্ত সম্পদ থাকে তবে তাঁর সম্পদ থেকে তাঁর দাফন কাফনের ব্যবস্থা করা।
২) মৃত ব্যক্তির কোন প্রকারের ঋণ কিংবাদ ধার দেনা থাকলে তা ঐ ব্যক্তির সম্পদ থেকে পরিশোধ করার ব্যবস্থা করা।
৩) মৃত ব্যক্তির স্ত্রীর দেনমোহোর পরিশোধ হয়েছে কিনা দেখা যদি না হয়ে থাকে তা পরিশোধ করা।
৪) মৃত ব্যক্তি যদি কোন হেবা বা দান কিংবা অসিহত করে যান তবে উল্লেখিত সম্পত্তি দান করে দেয়া।
এগুলা করার পর বাকি সম্পত্তির বন্টন:
মৃতের বাবাঃ
১। মৃত ব্যক্তির কোন পুত্র থাকলে বাবা ছয় ভাগের এক ভাগ (১/৬) পাবেন।
২। পুত্র, পুত্রের পুত্র না থাকলে কিন্তু কন্যা, পুত্রের কন্যা থাকলে ছয় ভাগের এক ভাগ (১/৬) পাবেন এবং তাদের দেয়ার পর যা অবশিষ্ট থাকবে তাও পাবেন।
৩। মৃত ব্যক্তির কোন সন্তান না থাকলে অন্যান্য অংশীদারদের দেয়ার পর বাকী সমস্ত সম্পত্তি পিতা পাবেন।
মৃতের মাঃ
১। মৃত ব্যক্তির কোন সন্তান থাকলে তবে মা ছয় ভাগের এক ভাগ ( ১/৬) পাবেন।
২। কোন সন্তান না থাকলে এবং যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে তবে মাতা তিন ভাগের এক ভাগ ( ১/৩) পাবেন।
Wife মারা গেলে husband তার সম্পত্তির কতটা পাবেনঃ
১। সন্তান থাকলে husband wife এর সম্পত্তির চারভাগের একভাগ (১/৪) পাবেন।
২। যদি সন্তান না থাকে তাহলে husband মোট সম্পত্তির দুই ভাগের এক ভাগ (১/২) পাবেন।
wife husband এর সম্পত্তি কতটা পাবেন:
১। সন্তান থাকলে wife সম্পত্তির আট ভাগের এক ভাগ (১/৮) পাবেন।
২। যদি সন্তান না থাকে তাহলে wife মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ (১/৪) পাবেন।
৩। যদি মৃতের একাদিক wife থাকেন তাহলে কোরআনে বর্ণিত অংশ wife দের মধ্যে সমান ভাবে ভাগ হবে।
ছেলে মৃত বাবার সম্পত্তি কতটুকু পাবেনঃ
১। মৃতব্যক্তির সম্পত্তিতে বাবা, মা, husband/wife নির্দিষ্ট সম্পত্তি পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তি ছেলে মেয়ের মধ্যে বন্টন করা হবে। তবে মেয়ে না থাকলে অংশীদারদের অংশ দেয়ার পর অবশিষ্টাংশভোগী হিসেবে বাকী সম্পূর্ণ সম্পত্তি ছেলে পাবে।
মেয়ে মৃত বাবার সম্পত্তি কতটুকু পাবেন:
১। একজন কন্যার অংশ দুইভাগের একভাগ (১/২)
২। একাধিক মেয়ে হলে সকলে মিলে সমানভাবে তিন ভাগের দুই ভাগ (২/৩) পাবে।
৩। যদি পুত্র থাকে তবে পুত্র ও কন্যার সম্পত্তির অনুপাত হবে ২:১ অর্থাৎ এক মেয়ে এক ছেলের অর্ধেক অংশ পাবে।

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা