মুক্তি / অব্যহতি /খালাস

মুক্তি
========================================================
১ কোন কারনে মামলার কার্যক্রম বন্ধ হলে আসামী মুক্তি পাবে। ধারা ২৪৯
অব্যহতি
========================================================
১ মামলার শুরুতে মামলার নথি, পুলিশ রিপোর্ট, মেডিকেল রিপোর্ট ( যদি থাকে)ও অন্যান্য কাগজপত্র বিবেচনার পর যদি আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ না থাকে তবে আসামী অব্যহতি পাবে (আসামীর দাখিল করা কোন কাগজ বিবেচনায় আসবে না)। ধারা ২৪১ক
২। পুলিশি মামলায় রাষ্ট্র পক্ষ চার্জ গঠনের পুর্বে মামলা প্রত্যাহার করিলে আসামী অব্যহতি পাবে। ধারা ৪৯৪
খালাস
===========================================================
১। শুনানিতে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমানিত হলে আসামী খালাস পাবে। ধারা ২৪৫
২। নালিশি মামলায় শুনানির তারিখে ফরিয়াদি অনুপস্থিত থাকলে আসামী খালাস পাবে। ধারা ২৪৭
৩। নালিশি মামলায় ফরিয়াদি যদি মামলা প্রত্যাহার করে তবে আসামী খালাস পাবে। ধারা ২৪৮
৪। মামলার উভয় পক্ষের আপোষমীমাংসায় মিমাংসা হলে আসামী খালাস পাবে, তবে সর্ত থাকে মামলাটি মীমাংসাযোগ্য হতে হবে। ধারা ৩৪৫
৫। পুলিশি মামলায় রাষ্ট্র পক্ষ চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আসামী খালাস পাবে। ধারা ৪৯৪

Comments

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা