সমস্যা ও সমাধান: হেবা

সমস্যা ও সমাধান: হেবা
সমস্যা:
একজন ব্যক্তির তিন মেয়ে। কোন ছেলে নাই। সে চাই তার মৃত্যুর পর তার সব সম্পত্তি তার মেয়েরা পাক। এখন সে কি করতে পারেন যাতে তার সব সম্পত্তি তার মেয়েরা পায়?
সমাধান:
তাকে তার মৃত্যুর আগে তার সব সম্পত্তি মেয়েদের হেবা বা দান করতে হবে। হেবা কি ও কিভাবে করতে হবে -
"কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোন প্রকার বিনিময়/ প্রতিদান ছাড়া কোন সম্পত্তি হস্তান্তর করাকে হেবা বা দান বলে। হেবা স্বতঃপ্রবৃত্ত হয়ে হতে হবে। কাউকে প্রতারিত বা অন্য কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে হেবা করা যাবে না।
কিন্তু হেবার কয়েকটি শর্ত আছে যেগুলো পূরন না করলে হেবা বা দানটি বৈধ হেবা বা দান বলে বিবেচিত হবে না।
হেবার শর্তঃ
১। দাতার দান করার ঘোষনা বা ইচ্ছা প্রকাশ।
২। গৃহীতা বা তার পক্ষে দান গ্রহন করা।
৩। অনতিবিলম্বে দান হস্তান্তর।
আবার যে হেবা করবে তাকে সুস্থ মস্তিস্কসম্পন্ন হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং দান অবশ্যই সেচ্ছায় করতে হবে, কারও প্ররোচনায় করা যাবে না। মনে রাখতে হবে যে দখল অর্পনের পূর্বে যেকোন সময় হেবা প্রত্যাহার করা যায়। একবার হস্তান্তর হয়ে গেলে কেবল আদালতের অনুমতি নিয়েই হেবা প্রত্যাহার করা যায় (শর্ত প্রযোজ্য)।
হেবাটি লিখিতভাবে করতে হবে এবং রেজিষ্ট্রেশন আইন অনুযায়ি রেজিষ্ট্রি করতে হবে।"
অতএব, মৃত্যুর আগে সঠিকভাবে হেবা করতে পারলে তার মৃত্যুর পর তার সব সম্পত্তি তার মেয়েরা পাবে।

Comments

Post a Comment

Popular posts from this blog

** 'হেবা' ও 'হেবা-বিল-এওয়াজ' কী? **

জেনে নিন ভায়োলেশন কেইস সম্পর্কে

শোন এরেস্ট (Shown Arrest) কাকে বলে ? ..শিশুদের গ্রেপ্তারে হাতকড়া পরানো যাবেনা