স্ত্রী তার স্বামীর কাছ থেকে ৩ (তিন) উপায়ে তালাক চাইতে পারে :--
স্ত্রী তার স্বামীর কাছ থেকে ৩ (তিন) উপায়ে তালাক চাইতে পারে :-- ১.তালাক-ই-তৌফিজ ২. খুলা ৩. আদালতের মাধ্যমে তালাক-ই-তৌফিজ: তালাক-ই-তৌফিজ হল কাবিনে স্ত্রীকে তার স্বামীকে তালাক দেয়ার ক্ষমতা দেয়া। কাবিন নামার’ ১৮ নং কলামে এই ক্ষমতা অর্পন করা হয়। এই ক্ষমতার বলে স্ত্রী আদালতের সাহায্য ছাড়া তার স্বামীকে তালাক দিতে পারবে। (এর জন্য ১৯৬১ সালের মুসলিম পারবারিক অর্ডিন্যান্সের ৭ ধারায় বর্ণিত নিয়ম অনুসরণ করতে হবে।)। খুলা: খুলা তালাক হল স্বামী স্ত্রীর আলোচনা স্বাপেক্ষে তালাক। ব্যবস্থা স্ত্রীকেই করতে হবে। প্রয়োজনে কোন চুক্তির মাধ্যমে স্বামীকে তালাকে রাজি করাতে হবে(চুক্তিতে কখন কখন স্ত্রী তার দেনমোহর ছাড় দিয়ে দেয়)। ইদ্দত পালনকালে স্ত্রী তাঁর গর্ভের সন্তানের জন্য স্বামীর কাছ থেকে ভরণপোষণ পাওয়ার অধিকারী হবে। আদালতের মাধ্যমে: স্ত্রী চাইলে আদালতের মাধ্যমে তালাকের আবেদন করতে পারবে এর জন্য স্ত্রীকে তার কারণ দর্শাতে হবে। অভিযোগ প্রমানের দায়িত্ব স্ত্রীর। এ ক্ষেত্রে স্ত্রী মোহরানা ও পাবে ইদ্দত পালনকালে স্ত্রী তাঁর গর্ভের সন্তানের জন্য স্বামীর কাছ থেকে ভরণপোষণ পাওয়ার অধিকারী হবে।